আমার পোস্ট এর বিষয়সিম নম্বর ছারাও জিমেইল আইডিখোলা,চলুন শুরু করা যাক,এই পদ্ধতিতে জিমেইল খুলতেআপনার একটি এন্ড্রোয়েডডিভাইস মোবাইল লাগবে ।করণীয় ঃ১. সিমে 5-7 এমবি রাখুন২. প্রথমে আপনার মোবাইলেরজিমেইল অথবা প্লে স্টোরএপ্স অথবা ফাংশনে যান।৩. দেখবেন নিচে দুইটা অপশনআছে ওখান থেকে NEW অপশন এক্লিক করুন।৪. তারপর দেখবেন Create নামেরঅপশন আসবে । ওখানে ক্লিক করুন ।৫. এবার First Name এবং Last Nameবসান, বসিয়েNext এ ক্লিক করুন ।৬. এখন box এ আপনাকে Usernameদিতে বলবে,আপনার ইচ্ছামত একটি Username দিন। যেমন আমারটা dstarek62৭. যদি Username সাপোর্ট না করেতবে Suggetion থেকে একটি Usernameবেছে নিন। তারপর Next চাপুন।৮. এখন দেখবেন আপনাকেজিমেইল থেকে সিকিউরিটিপ্রশ্ন সিলেক্ট করতে বলবে ,আপনি সিকিউরিটি প্রশ্নেরঅপশন হতে যে কোনো একটি প্রশ্নবেছে নিন ।ভালো হয় যদি First teacher nameপ্রশ্নটি সিলেক্ট করেন।৯. এখন নিচের বক্স এ আপনারবাছাইকৃত প্রশ্নের উত্তর দিন।এখানে আপনি First teacher nameপ্রশ্ন সিলেক্ট করলে নিচের বক্স এঊত্তর দিবেন যে কোনো ব্যক্তিরনাম। যেমন: Abul , Karim, Matin,Majid, Akbor ইত্যাদি যে কোনোনাম।তবে যেই নাম দিয়েছেন সেইনাম কিন্তু মনে রাখতে হবে ।নয়তো পরবরতিতে জিমেইলেডুক্তে পারবেন না ।১০. এখন দুটি বক্স এ আপনাকে 8digit এর password দিতে বলবে।দুটি বক্স এ একই Password দুইবার দিন।এরপর Next চাপুন ।১১. এখন দেখবেন একটা ক্যাপচাএসেছে মানে উপরে বক্স এ কিছুআকাবাকা শব্দ লেখা থাকবে ।এখন অই শব্দগুলো নিচের বক্সেলিখুন। দেখবেন word ভুল যাতে নাহয় । আকাবাকা ভাবে যা লেখাআছে তাই লিখতে হবে । এরপরNext চাপুন।১২. এরপর Google Plus এ জয়েন করাররিকুয়েস্ট আসতে পারে । এরকমযদি আসে তাহলে Not Now এ ক্লিককরুন।ব্যস একাউন্ট খোলা হয়ে গেলো ।তবে হ্যা আপনার সিকিউরিটিপ্রশ্ন মনে রাখতে হবে নইলেআপনি জিমেইল এ ডুকতে পারবেননা ।সিকিওরিটি প্রশ্ন জিজ্ঞেসকরলে যা উত্তর দিয়েছিলেনএখানে আবার দেবেন।এভাবে আপনার ইচ্চামতো যতোখুশি ততো জিমেইল খুলতে পারেন
0 comments:
Post a Comment