Custom Rom বা রম কি ? custom rom
এর সুবিধা ও অসুবিধা কি কি ?
মোবাইল Operating System হিসাবে Android এর
প্রতিদ্বন্দ্বী নেই। তাই Android ফোন Root , Unroot ,
Flash, Stock Room Install , Frameware Update করার
প্রয়োজনে কিছু সংঙ্গার সাথে পরিচিতি হওয়া দরকার।
আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত, তাই
টিউনে ভুল থাকবেই, আশা করি ভুল গুলো Google থেকে
ক্লিয়ার করে নিবেন। Rom , Custom Rom বা Rom কি ,
কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করতে হয় এই
সম্পকেই বলতে চাচ্ছি আজকের বিষয়ে। শুধু না জানা
নতুন ভাইদের জন্য আর যারা জানেন তার শুধু পরামর্শ
দিতে পারবেন। কেমন।
চলুন জানিঃ
1 ] - Rom কি ?
2 ] - Stock Rom কি?
3 ] - Custom Rom কি?
4 ] - Custom rom এর সুবিধা।
5 ] - custom rom এর অসুবিধা।
বিস্তারিত আলোচনাঃ -
1 ] - Rom কি : Rom শব্দটির পূর্ণ অর্থ হচ্ছে Read Only
Memory ( ROM ) . প্রকৃতপক্ষে Rom হচ্ছে একধরনের
Storage। এই Storage থেকে Data নেওয়া যায় , তবে
কোন Data Write বা লেখা যায় না। Android ডিভাইসের
জন্য যখন রম ( Rom) শব্দটি ব্যবহৃত হয় , তখন সেটা
দিয়ে ডিভাইসটির OS ( Operating System ) কে বোঝায়।
তবে সঠিক শব্দ হচ্ছে Firmware। যেমন ধরুনঃ Stock
Firmware, Custom Firmware ইত্যাদি। কিন্তু বর্তমানে
রম ( Rom ) শব্দটিই বেশি প্রচলিত। এক এক ডিভাইসে
Rom এক এক ধরনের হয়ে থাকে। ৯৫ভাগ সময় এক
ডিভাইসের রম ( Rom ) অন্য ডিভাইসে ইন্সটল করা যায়
না। এই ককাজ করার চেষ্টা করলে ডিভাইস ব্রিক
( Brick) করবে। এটা Stock Romটি এবং Custom Rom
দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে Android ডিভাইসের
Specifications এ মিল থাকলে ( যেমনঃ - প্রসেসর
স্টাকচার, চিপসেট, রেজুল্যুশন ইত্যাদিতে) হয় তো বা
Install করা সম্ভব বা Port করে তারপরে Install করতে
হবে।
2 ] - Stock ROM কি : প্রতিটি Android ডিভাইসে একটা
OS ( Operating System ) Install করাই থাকে। Android
ডিভাইসের প্রস্তুতকারক সেটা Intsall করে বাজারজাত
করে। এই Pre- installed Operating Systemকেই Stock
Rom বা Stock Firmware বলে। এই রমগুলোতে
প্রস্তুতকারক কোম্পানি তাদের নিজস্ব কিছু
Application সিস্টেম Apps হিসেবে Install করে দেয়।
এগুলো হচ্ছে Bloatware , যা সাধারনত Uninstall করা
যায় না। তাছাড়া অনেক মোবাইল প্রস্তুতকারক
কোম্পানি মূল Android Source Edit করে তাদের
নিজেদের মত করে ইউজার ইন্টারফেস ( User Interface
বা UI) বানিয়ে ফোন বাজারজাত করে থাকে। বেশির ভাগ
ফোন কোম্পানি , তাদের Stock রমের Source Code
Release বা প্রকাশ করে থাকে , যা ইচ্ছা করলে, আপনি
ডাউনলোড করে Edit করতে পারেন।
3 ] - Custom ROM কি : Custom Rom হচ্ছে স্টক রম
Based এক প্রকারের Customize করা Rom. Custom
Rom এ কোন কোন ধরনের কাস্টমাইজেশন, পরিবর্তন ,
বাড়তি সুবিধা থাকবে সেটা ডেভেলপারের উপর নির্ভর
করে।
4 ] - Custom Rom এর সুবিধাঃ -
ইন্টানেটে আপনার ফোনের জন্য অনেক ধরনের কাস্টম
রম পাবেন। বিভিন্ন কাস্টম রমের সুবিধা অনেক যা কিনা
ব্যবহার না করলে এই ভাবে লিখে বুঝানো impossible .
আপনি স্টক রমে যে Android version ইউজ করতে
পারবেন না কাস্টম রমে তা ইউজ করতে পারবেন। আমি
আগেই একবার বলেছি , ধরুণ আপনি আপনার ফোন
অফিসিয়ালি জিঞ্জারব্রেড পর্যন্ত আপডেট দিতে
পারবেন এর উপরে আর পারবেন না কিন্তু কাস্টম রমের
মাধ্যমে আপনি আইচক্রিম স্যান্ডুইচ বা জেলিবিন রমের
মজা নিতে পারবেন যা কাস্টম রমের সবচেয়ে বড় সুবিধা।
কাস্টম রমে আরও কিছু ভাল ভাল ফিচার থাকে।
বিভিন্ন ফোনের ভাল ভাল কিছু ফিচার কাস্টম রমে
বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। এক কথায় কাস্টম রম চরম।
আর custom rom ব্যবহার না করলে আপনি কখনও এর
সুবিধা বুঝতে পারবেন না .
5 ] - Custom Rom এর অসুবিধাঃ-
কাস্টম রমের অসুবিধা বলতে কাস্টম রমে অনেক সময়
কিছু bug থাকে। যা কিনা অনেকটা যন্ত্রনার বিষয়. তবে
আপনি ভাল ডেভেলপার এর ভাল একটা কাস্টম রম
আপনার ফোনে আপডেট দিলে কোন প্রব্লেম হবে না।
অর্থাৎ bug এর প্রব্লেম থাকবে না। আর যদি ভাল
কাস্টম রম না দেন তাহলে অবশ্যই আপনাকে বাগের
প্রব্লেমে পড়তে হবে।
এছাড়া কাস্টম রমের আর কোন অসুবিধা দেখি না।
Custom Rom দিতে যা যা লাগবেঃ-
কাষ্টম রম দিতে আগে আপনার ফোনটি রুটেড হতে হবে
তারপর custom recovery mod ইনস্টল করা থাকতে হবে
তারপর আপনি custom rom ব্যাবহার করতে পারবেন .
আর কিভাবে আপডেট দিবেন তা যে ওয়েবসাইট থেকে
রমটা ডাউনলোড দিবেন ওই জায়গায় দেওয়া থাকবে। বা
আমাদের এই blogger এর পোষ্টে দেখুন
সতর্কতাঃ -
1 . আপনি কাস্টম রম দেওয়ার আগে ফোন ভাল করে
চার্জ করে নিবেন।
2 . আপনার ফোনের রমের একটা ব্যাকআপ করে রাখবেন
যাতে পরে প্রব্লেম হলে আগের অবস্থায় ফিরে আসতে
পারেন রিস্টোর দিয়ে।
3 . আপনি যদি Android এর নিউ ইউজার হন বা এত
ভাল ধারণা না রাখেন তাহলে নিজে নিজে কাস্টম রম
দেওয়া থেকে বিরত থাকুন। এতে আপনার ফোন ব্রিক
হওয়ার সম্ভবনা থেকে যায়।
আশা করি একটু হলেও বুঝাতে পারলাম।
0 comments:
Post a Comment