ফেসবুকে ব্যবহারকারীর নাম যুক্ত করাঅনেকেই ফেসবুকে আলাদা একটা নাম (ইউজারনেম)ব্যবহার করে থাকেন। ইউজারনেম ব্যবহার করলেফেসবুকে কাউকে সহজেই খুঁজে পাওয়া যায় এবং নিজেরএকটি আলাদা ফেসবুক ঠিকানা (লিংক) হয়। ফেসবুকেঢোকার (লগ-ইন) সময় ই-মেইল ঠিকানার পরিবর্তে এইইউজারনেম ব্যবহার করা যায়। ইউজারনেম যোগ করারজন্য প্রথমে Account/Account Settings-এ ক্লিককরুন। নতুন পেজ এলে সেখান থেকে Username-এরডান পাশের Edit-এ ক্লিক করুন। Username বক্সেকোনো নাম লিখুন (কমপক্ষে পাঁচটি বর্ণের)। নামটিফাঁকা থাকলে Save Changes-এ ক্লিক করুন। আর ফাঁকানা থাকলে অন্য নাম দিয়ে আবার চেষ্টা করুন। ধরুন,আপনি ইউজারনেম নির্বাচন করেছেন mamuunn, তাহলেআপনার ফেসবুকের ঠিকানা হবে http://www.facebook.com/Username
0 comments:
Post a Comment