গুগল অ্যাকাউন্ট ছাড়াই জিমেইল ব্যবহারজিমেইল অ্যাকাউন্ট নেই, তাতেকী? হটমেইল বা ইয়াহুমেইলব্যবহারকারীদেরও জিমেইলব্যবহারের সুযোগ করে দিচ্ছে গুগল।গুগলের এই সেবাটিরনামজিমেলিফাই। জিমেইলের একব্লগ পোস্টে গুগলেরসফটওয়্যারপ্রকৌশলী মাইকেল কেসেরলিখেছেন, গত বছর থেকেইঅ্যান্ড্রয়েডেরজিমেইল অ্যাপেইয়াহু, আউটলুকের মতো অন্যমেইলদিয়েও জিমেইলের মেইলপড়তেপারেন। এ বিষয়ে অনেকবেশি প্রতিক্রিয়া পেয়েছিআমরা। অনেকেই জিমেইলেরস্প্যামফিল্টারিং, ইনবক্স সাজানোরমতোদারুণ ফিচারগুলো ব্যবহারকরতে চান কিন্তুই-মেইল পরিবর্তনকরতে চান না। মেইলব্যবহারকারীদের জন্য গুগলসেইসেবাটি চালু করতে যাচ্ছে।ইয়াহু,হটমেইল বা আউটলুকব্যবহারকারীরাতাঁদের ইনবক্সকেজিমেলিফাই করতেপারবেন।জিমেলিফাই ফিচারটি সব ই-মেইলঅ্যাকাউন্টের লিংক এক করেজিমেইলেরসঙ্গে যুক্ত করেজিমেইলের পুরো সুবিধাদেয়। কিন্তুএতে ই-মেইল অ্যাড্রেসনাবদলালেও চলে। জিমেইলঅ্যাপটি চালু করেতাতে ই-মেইলঅ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেজিমেলিফাই সক্রিয় করতে হবে।এতেব্যবহারকারীর হাতে পুরোনিয়ন্ত্রণ থাকেবলে যেকোনো সময়জিমেলিফাই থেকেঅ্যাকাউন্টসরিয়ে ফেলা যেতে পারে।জিমেলিফাইয়ের সুবিধা হচ্ছেস্প্যামপ্রতিরোধ, দ্রুত সার্চ, গুগলনাউ, একসঙ্গেসব মেইল, উন্নত মেইলনোটিফিকেশনপ্রভৃতি।এটি এখনপর্যন্ত শুধু অ্যান্ড্রয়েডফোনেইব্যবহার করা যাচ্ছে। →যেভাবেজিমেলিফাই করবেনপ্রথমে অ্যান্ড্রয়েড ফোনেজিমেইল অ্যাপডাউনলোড করতেহবে। এরপর অ্যাপেব্যক্তিগত ই-মেইল ঠিকানা দিতে হবে।জিমেইলঅ্যাপটি চালু করলে বামদিকেরওপরের কোনায় একটিহামবার্গার মেনুদেখা যাবে।সেখান থেকে সেটিংসে গিয়ে যেই-মেলকে জিমেইলের সঙ্গে যুক্তকরতেচাইলে তা করা যাবে।
0 comments:
Post a Comment