Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Tuesday, 9 February 2016

[ফেসবুক টিপস] ফেসবুক হ্যাকিং রোধে সেরা ১০ টিপস

আজ আমি আপনাদের মাজে ফেসবুকহ্যাকিং রোধে সেরা ১০ টিপস শেয়ার করব। ১০টিপস হলএই-১. আপনার ফেসবুক আইডিটি যদি ইমেইল ছাড়াফোননাম্বার দিয়ে খোলা হয় তবে সেটাতেইমেইল আইডি(নিরাপত্তা আরো শক্তিশালী করতে ২টি বা অধিকমেইল ইউজ করুন) এড করে নিন এবং অবশ্যইইমেইল আইডিহাইড রাখুন।২. আর যদি ইমেইল আইডি দিয়ে ফেসবুকেঅ্যাকাউন্টখোলেন তবে, আপনি আপনার মোবাইলনাম্বারটি অ্যাডকরে নিন, যাতে প্রয়োজনের সময় তা লগইনকরতে সহায়কহতে পারে এবং অবশ্যই মোবাইল নাম্বার হাইডকরতেভুলবেন না ।৩. Login Approvals Enable করুন,এতে আপনিনিজে বা অন্যকেউ অন্য কোথাও থেকে Login করতেচাইলে বা Hackকরতে চাইলে আপনার মোবাইলে একটি 6Digit এর Codeমেসেজ হিসেবে আসবে (আর, যারাSmartphoneব্যাবহার করেন তারা চাইলে Code Generator Onকরেদিতে পারেন এক্ষেত্রে Facebook Apps এরCodeGenerator থেকে ও 6 Digit এর এই Code টিপাবেন এবংএটা অনেক কাজে লাগবে যখন মেসেজআসতে অনেকদেরী করে, তখন) এবং এই Code টি পাসওয়ার্ডএর ঘরেদিলেই Login হবে, অন্যথায় নয় । (Loginnotifications টি ওEnable করুন, এতে Login সংক্রান্ত মেসেজআপনারমোবাইলে পাবেন ।৪. আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি শক্তিশালীকরারচেষ্টা করুন । এই জন্য আপনাকে যা করতেহবে-• আপনার পাসওয়ার্ডটি কমপক্ষে ৮-১২ অক্ষরেরদেওয়ারচেষ্টা করুন ।• আপনার পাসওয়ার্ডটি শুধু সংখ্যা বা শুধু বর্ণ দিয়েনয়বরং সংখ্যা আর বর্ণের সমন্বয়ের চেষ্টা করুন ।• পাসওয়ার্ডের মাঝে যেকোনস্থানে@ব্যবহার করুন,এতে করে আপনার পাসওয়ার্ডটি অধিকতরশক্তিশালীএবং সুরক্ষিত হবে ।• ইংরেজি বর্ণ ব্যবহারের সময় সবগুলোছোটহাতেরঅথবা সবগুলো বড় হাতের ব্যবহার না করে বড়হাতেরএবং ছোট হাতের সমন্বয় করে ব্যবহার করুন ।• সংখ্যার মাঝে বর্ণ, বর্ণের মাঝে সংখ্যা,মধ্যবর্তী যেকোন জায়গায়@, এইভাবেসেট করে আপনারপাসওয়ার্ডটি শক্তিশালী করুন ।• মনে রাখবেন আপনার নাম, মোবাইল নাম্বার,বর্তমানসাল-মাস, আপনার জন্ম তারিখ ইত্যাদি আপনারপাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না ।• পাসওয়ার্ডটি যত শক্ত হোক সেটা যেনআপনার মনেরাখার উপযোগী হয়, আপনি নিজেই যেনপাসওয়ার্ডটিভূলে না যান ।• পারলে মাঝে মাঝে আপনার পাসওয়ার্ডটিপরিবর্তনকরুন এবং একই নিয়মে নতুন পাসওয়ার্ড সেট করুন।৫. যারা পেইজ চালানোর জন্য আইডি ব্যবহারকরেনতাদের আইডিতে বন্ধু যথাসম্ভব কম রাখবেন ।অর্থাত্আপনার আইডিটিকে পরিচিত হতে দিবেন না,শুধুমাত্র পেইজটিকে প্রমোট করুন ।৬. ফেসবুকে Security Question&Answer সেটকরুন এবংQuestion&Answer দুটোই মনে রাখুন ।৭. ফেসবুকে আপনার বন্ধুরা আপনাকে কি কি ছবিট্যাগকরে তা খেয়াল রাখুন। কারণ, অনেক সময়লগইন করতেবন্ধুদের ট্যাগ করা ছবি শনাক্ত করার প্রয়োজনহতেপারে । আর, ট্যাগ অপশনটি Only Friend করেদিলেঅনাকাঙ্ক্ষিত ট্যাগ থেকে মুক্তি পাবেন কেননাএইঅনাকাঙ্ক্ষিত ট্যাগ এর কারনে আপনাকে প্রচুরপরিমানে ছবি সনাক্ত করতে বলা হবে এং যদিসনাক্তকরতে ব্যর্থ হন,তবে অ্যাকাউন্টটি কিছু নির্দিষ্টসময়েরজন্য বা স্থায়ীভাবে ব্লক থাকবে । আরেকটাকাজকরতে পারেন, ট্যাগ এর ক্ষেত্রে রিভিউঅপশনটি অনকরে দিলে, কেউ ট্যাগ করার পর আপনি রিভিউকরেনির্দিষ্ট করে দিতে পারবেন, কোনটা আপানারওয়ালেঅ্যাড হবে আর কোনটা হবে না । এতে করেআরেকটাবাড়তি সুবিধা পাবেন, তা হলো, কেউ নোংরা,বিতর্কিত, অপছন্দনীয় বা অনাকাঙ্ক্ষিত কিছুতেট্যাগকরলে, আপনার রিভিউ ব্যাতীত ওয়ালে অ্যাডহবে না,যা আপনাকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়াতেসহায়তা করবে ।৮. অন্য কারো কম্পিউটার থেকে লগইন করারসময়সংশ্লিষ্ট ব্রাউজারে Remember Passwordঅপশনটিথেকে টিক চিহ্ন মুছে ফেলুন । আর অন্যকারো মোবাইল থেকে লগইন করার সময়RememberPassword অপশন আসলে তাতে No করবেন ।৯. অন্য মোবাইল বা কম্পিউটার থেকে লগইনকরার পরেব্যবহায় শেষে অবশ্যই লগ আউট করেআসতে হবে ।১০. ফেসবুকে আপনার আইডি নামটি যথাসম্ভবইউনিককরার চেষ্টা করুন । এই জন্য নামটি সাধারণত তিনশব্দেরহলে ভালো হয় । এক্ষেত্রে প্রথম দুটি শব্দহতে পারেআপনার প্রাতিষ্ঠানিক নাম, এর সাথে তৃতীয় শব্দহিসাবে আপনার ডাকনামটি যোগ করতে পারেন ।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment

0
আজ আমি আপনাদের মাজে ফেসবুকহ্যাকিং রোধে সেরা ১০ টিপস শেয়ার করব। ১০টিপস হলএই-১. আপনার ফেসবুক আইডিটি যদি ইমেইল ছাড়াফোননাম্বার দিয়ে খোলা হয় তবে সেটাতেইমেইল আইডি(নিরাপত্তা আরো শক্তিশালী করতে ২টি বা অধিকমেইল ইউজ করুন) এড করে নিন এবং অবশ্যইইমেইল আইডিহাইড রাখুন।২. আর যদি ইমেইল আইডি দিয়ে ফেসবুকেঅ্যাকাউন্টখোলেন তবে, আপনি আপনার মোবাইলনাম্বারটি অ্যাডকরে নিন, যাতে প্রয়োজনের সময় তা লগইনকরতে সহায়কহতে পারে এবং অবশ্যই মোবাইল নাম্বার হাইডকরতেভুলবেন না ।৩. Login Approvals Enable করুন,এতে আপনিনিজে বা অন্যকেউ অন্য কোথাও থেকে Login করতেচাইলে বা Hackকরতে চাইলে আপনার মোবাইলে একটি 6Digit এর Codeমেসেজ হিসেবে আসবে (আর, যারাSmartphoneব্যাবহার করেন তারা চাইলে Code Generator Onকরেদিতে পারেন এক্ষেত্রে Facebook Apps এরCodeGenerator থেকে ও 6 Digit এর এই Code টিপাবেন এবংএটা অনেক কাজে লাগবে যখন মেসেজআসতে অনেকদেরী করে, তখন) এবং এই Code টি পাসওয়ার্ডএর ঘরেদিলেই Login হবে, অন্যথায় নয় । (Loginnotifications টি ওEnable করুন, এতে Login সংক্রান্ত মেসেজআপনারমোবাইলে পাবেন ।৪. আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি শক্তিশালীকরারচেষ্টা করুন । এই জন্য আপনাকে যা করতেহবে-• আপনার পাসওয়ার্ডটি কমপক্ষে ৮-১২ অক্ষরেরদেওয়ারচেষ্টা করুন ।• আপনার পাসওয়ার্ডটি শুধু সংখ্যা বা শুধু বর্ণ দিয়েনয়বরং সংখ্যা আর বর্ণের সমন্বয়ের চেষ্টা করুন ।• পাসওয়ার্ডের মাঝে যেকোনস্থানে@ব্যবহার করুন,এতে করে আপনার পাসওয়ার্ডটি অধিকতরশক্তিশালীএবং সুরক্ষিত হবে ।• ইংরেজি বর্ণ ব্যবহারের সময় সবগুলোছোটহাতেরঅথবা সবগুলো বড় হাতের ব্যবহার না করে বড়হাতেরএবং ছোট হাতের সমন্বয় করে ব্যবহার করুন ।• সংখ্যার মাঝে বর্ণ, বর্ণের মাঝে সংখ্যা,মধ্যবর্তী যেকোন জায়গায়@, এইভাবেসেট করে আপনারপাসওয়ার্ডটি শক্তিশালী করুন ।• মনে রাখবেন আপনার নাম, মোবাইল নাম্বার,বর্তমানসাল-মাস, আপনার জন্ম তারিখ ইত্যাদি আপনারপাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না ।• পাসওয়ার্ডটি যত শক্ত হোক সেটা যেনআপনার মনেরাখার উপযোগী হয়, আপনি নিজেই যেনপাসওয়ার্ডটিভূলে না যান ।• পারলে মাঝে মাঝে আপনার পাসওয়ার্ডটিপরিবর্তনকরুন এবং একই নিয়মে নতুন পাসওয়ার্ড সেট করুন।৫. যারা পেইজ চালানোর জন্য আইডি ব্যবহারকরেনতাদের আইডিতে বন্ধু যথাসম্ভব কম রাখবেন ।অর্থাত্আপনার আইডিটিকে পরিচিত হতে দিবেন না,শুধুমাত্র পেইজটিকে প্রমোট করুন ।৬. ফেসবুকে Security Question&Answer সেটকরুন এবংQuestion&Answer দুটোই মনে রাখুন ।৭. ফেসবুকে আপনার বন্ধুরা আপনাকে কি কি ছবিট্যাগকরে তা খেয়াল রাখুন। কারণ, অনেক সময়লগইন করতেবন্ধুদের ট্যাগ করা ছবি শনাক্ত করার প্রয়োজনহতেপারে । আর, ট্যাগ অপশনটি Only Friend করেদিলেঅনাকাঙ্ক্ষিত ট্যাগ থেকে মুক্তি পাবেন কেননাএইঅনাকাঙ্ক্ষিত ট্যাগ এর কারনে আপনাকে প্রচুরপরিমানে ছবি সনাক্ত করতে বলা হবে এং যদিসনাক্তকরতে ব্যর্থ হন,তবে অ্যাকাউন্টটি কিছু নির্দিষ্টসময়েরজন্য বা স্থায়ীভাবে ব্লক থাকবে । আরেকটাকাজকরতে পারেন, ট্যাগ এর ক্ষেত্রে রিভিউঅপশনটি অনকরে দিলে, কেউ ট্যাগ করার পর আপনি রিভিউকরেনির্দিষ্ট করে দিতে পারবেন, কোনটা আপানারওয়ালেঅ্যাড হবে আর কোনটা হবে না । এতে করেআরেকটাবাড়তি সুবিধা পাবেন, তা হলো, কেউ নোংরা,বিতর্কিত, অপছন্দনীয় বা অনাকাঙ্ক্ষিত কিছুতেট্যাগকরলে, আপনার রিভিউ ব্যাতীত ওয়ালে অ্যাডহবে না,যা আপনাকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়াতেসহায়তা করবে ।৮. অন্য কারো কম্পিউটার থেকে লগইন করারসময়সংশ্লিষ্ট ব্রাউজারে Remember Passwordঅপশনটিথেকে টিক চিহ্ন মুছে ফেলুন । আর অন্যকারো মোবাইল থেকে লগইন করার সময়RememberPassword অপশন আসলে তাতে No করবেন ।৯. অন্য মোবাইল বা কম্পিউটার থেকে লগইনকরার পরেব্যবহায় শেষে অবশ্যই লগ আউট করেআসতে হবে ।১০. ফেসবুকে আপনার আইডি নামটি যথাসম্ভবইউনিককরার চেষ্টা করুন । এই জন্য নামটি সাধারণত তিনশব্দেরহলে ভালো হয় । এক্ষেত্রে প্রথম দুটি শব্দহতে পারেআপনার প্রাতিষ্ঠানিক নাম, এর সাথে তৃতীয় শব্দহিসাবে আপনার ডাকনামটি যোগ করতে পারেন ।

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.