Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Wednesday 24 February 2016

facebook এর পাসওয়ার্ড ভূলে গেলে রিকোভারের উপায়

আমাদের অনেকে যারা ফেবু খুবই কম চালাইতারা অনেক সময় নিজেদের ফেবু আইডিরপাসওয়ার্ড ভুলে যাই।অথবা দেখা যায়, কয়েকমাস ধরে শুধু একটিব্রাউজার দিয়ে আপনি ফেবু চালাচ্ছেন এবংআপনার আর অন্য কোনো আইডি (ফেক আইডিকিংবা স্প্যাম আইডি) না থাকাতে লগ আউটদেবার কোনো প্রয়োজন আপনার পড়েনা। যারফলে দীর্ঘদিন পর আপনি আপনার ফেবুপাসওয়ার্ড ভুলে বসলেন। আমি অনেক আগে থেকে থাকলেওএখানকার সবাই আশা করি জ্ঞানী মানুষ।আগে থেকে অনেকে আজকের টিউনটা সম্পর্কেজেনেও থাকতে পারেন। তবুও আমি বিষয়টাএখানে পুরোভাবে আমার সাধ্যমত তুলেধরলাম যাতে বিষয়টা সহজে বুঝি এবং পারি ।চলুন, কিভাবে কি করবেন…আপনি দুই প্রক্রিয়ায় আপনার পাসওয়ার্ডফিরে পেতে পারেন। দুটোতেই আপনি আপনারপাসওয়ার্ড ভুলে গেছেন এই বলে এগিয়ে যেতেহবে। আর ভিন্ন উপায় নেই।একটা করা যায় ইমেইল দিয়ে আর অন্যটা করাযায় মোবাইল নাম্বার দিয়ে।আপনি ফেবু চালাচ্ছেন কিন্তু যে আইডিটাচালাচ্ছেন তার পাসওয়ার্ড আপনার মনেনাই, খাই ফেলছেন । এখন আপনার অবশ্যইউচিত আপনার আইডির পাসওয়ার্ড রিকভারকরে ফেলা। নাহয় আইডি হারাতে পারেন।কারন আপনি লগ আউট না দিলেও অনেক সময়সার্ভারের প্রবলেমের কারনে আইডি অটো লগআউট হয়ে you must log in first দেখায়।ব্যস, তখন নিজের মাথায় তবলা বাজানোছাড়া আর কিছু করার থাকবেনা।চলতি আইডির ক্ষেত্রে,,,আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করারজন্য প্রথমে আপনি আপনার একাউন্টের aboutএ যান। সেখানে যে মেইল এড্রেসটা সেট করাআছে, সেই মেইলের পাসওয়ার্ড মনে আছে কিনাচিন্তা করে দেখুন।অর্থাৎ আপনার এ্যাকাউন্টে সংযুক্তজিমেইল কিংবা ইয়াহু যে মেইল আইডিটা আছেতার মেইল পাসওয়ার্ডটা আপনার মনে আছেকিনা ভাবুন মিয়া।মনে থাকলে তো খুব ভাল। আর এটাও মনে নাথাকলে এত টেনশিত হবার কিচ্ছু নাই। উপায়এখনো অনেক আছে ।যেহেতু মেইল পাসওয়ার্ড জানেন না তাহলেএবার আপনি আপনার ফেবু প্রোফাইলেরমোবাইল নাম্বার অপশানে যান। এটাঅত্যন্ত সহজ পদ্ধতি…সেখানে যদি কোনো নাম্বার সেভ করা থাকে তোঐ নাম্বারটা আপনার কাছে কিনারে আছেকিনা খোঁজ খবর নেন। থাকলে তো ভালো। আরযদি নাম্বারটা আপনার ধারে কাছে নাথাকে তাহলে আপনি আরেকটা নাম্বার যেটাআপনার কাছে আছে সেটা এখন প্রোফাইলেAdd করে নিন।একটা ম্যাসেজ আসবে সেখানে একটা কোডওথাকবে সেটা দিয়ে নাম্বারটাকে এবারকনফার্ম করে ফেলুন।অথবা,,,আরেকটি ইমেইল এড্রেস যেটার পাসওয়ার্ডআপনার মনে আছে সেটা আপনি about থেকে E-mail এ গিয়ে Add করে নিন। এড্রেসটাতে একটামেইল যাবে E-mail confirmation করার জন্য।সেখান থেকে আপনার ইমেইলটা আপনিকনফার্ম করে নিন।নতুন ইমেইলটা কনফার্ম হয়ে গেলে আগেরইমেইলটা ডিলেট করে দিতে পারেন, সমস্যানাই।এবার আপনি নিশ্চিন্ত মনে ফেবু লগ আউট করেদিতে পারেন।এখন,,,,যাদের ইতিমধ্যে পাসওয়ার্ড ভুলে যাবারকারনে আর আইডি recover করতে পারেননিতারাও একটু খেয়াল করুন।আপনি ফেবুর প্রথম পৃষ্ঠা থেকে forgottenpassword? অপশানে ক্লিক করুন।পরবর্তী পেজে একটা বক্স দেখাবে সেবক্সটাতে আপনার ফোন নাম্বার কিংবামেইল যে কোনো একটা লিখে সার্চ দিন।দেখবেন আপনার আইডিটা এখানে শো করছে।এবার কন্টিনিউ করুন।পরের পেজে ফোন নাম্বারে নাহয় ইমেইলে টিকদিয়ে কন্টিনিউ করুন ।তাহলে আপনার ফোনে কিংবা মেইলে যেটাআপনি টিক দিয়েছিলেন সেটাতে একটা বার্তাআসবে আর সেখানে একটা কোডও থাকবে।ওই কোডটা এন্টার করার জন্য পরের পেজেএকটা ছোট বক্স পাবেন। সেখানে six digit এরকোডটা লিখে এগিয়ে যান।এবারের নতুন পেজটাতে আপনি new passwordএবং confirm password ঘর দুটোতেই একইপাসওয়ার্ড লিখুন। সেভ করুন আর বাকিকাজগুলোও করে নিন…ব্যস, হয়ে গেল। কাজ শেষ। এবার আইডিনিশ্চিন্তে চালাতে থাকুন।আশা করি, আপনি খুব সহজে এসব এখন করেফেলতে পারবেন।আর যদি করতে ভয় পান তাহলে এ ব্যাপারেঅভিজ্ঞ পরিচিত কারো সাহায্যও নিতেপারেন।

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment

0
আমাদের অনেকে যারা ফেবু খুবই কম চালাইতারা অনেক সময় নিজেদের ফেবু আইডিরপাসওয়ার্ড ভুলে যাই।অথবা দেখা যায়, কয়েকমাস ধরে শুধু একটিব্রাউজার দিয়ে আপনি ফেবু চালাচ্ছেন এবংআপনার আর অন্য কোনো আইডি (ফেক আইডিকিংবা স্প্যাম আইডি) না থাকাতে লগ আউটদেবার কোনো প্রয়োজন আপনার পড়েনা। যারফলে দীর্ঘদিন পর আপনি আপনার ফেবুপাসওয়ার্ড ভুলে বসলেন। আমি অনেক আগে থেকে থাকলেওএখানকার সবাই আশা করি জ্ঞানী মানুষ।আগে থেকে অনেকে আজকের টিউনটা সম্পর্কেজেনেও থাকতে পারেন। তবুও আমি বিষয়টাএখানে পুরোভাবে আমার সাধ্যমত তুলেধরলাম যাতে বিষয়টা সহজে বুঝি এবং পারি ।চলুন, কিভাবে কি করবেন…আপনি দুই প্রক্রিয়ায় আপনার পাসওয়ার্ডফিরে পেতে পারেন। দুটোতেই আপনি আপনারপাসওয়ার্ড ভুলে গেছেন এই বলে এগিয়ে যেতেহবে। আর ভিন্ন উপায় নেই।একটা করা যায় ইমেইল দিয়ে আর অন্যটা করাযায় মোবাইল নাম্বার দিয়ে।আপনি ফেবু চালাচ্ছেন কিন্তু যে আইডিটাচালাচ্ছেন তার পাসওয়ার্ড আপনার মনেনাই, খাই ফেলছেন । এখন আপনার অবশ্যইউচিত আপনার আইডির পাসওয়ার্ড রিকভারকরে ফেলা। নাহয় আইডি হারাতে পারেন।কারন আপনি লগ আউট না দিলেও অনেক সময়সার্ভারের প্রবলেমের কারনে আইডি অটো লগআউট হয়ে you must log in first দেখায়।ব্যস, তখন নিজের মাথায় তবলা বাজানোছাড়া আর কিছু করার থাকবেনা।চলতি আইডির ক্ষেত্রে,,,আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করারজন্য প্রথমে আপনি আপনার একাউন্টের aboutএ যান। সেখানে যে মেইল এড্রেসটা সেট করাআছে, সেই মেইলের পাসওয়ার্ড মনে আছে কিনাচিন্তা করে দেখুন।অর্থাৎ আপনার এ্যাকাউন্টে সংযুক্তজিমেইল কিংবা ইয়াহু যে মেইল আইডিটা আছেতার মেইল পাসওয়ার্ডটা আপনার মনে আছেকিনা ভাবুন মিয়া।মনে থাকলে তো খুব ভাল। আর এটাও মনে নাথাকলে এত টেনশিত হবার কিচ্ছু নাই। উপায়এখনো অনেক আছে ।যেহেতু মেইল পাসওয়ার্ড জানেন না তাহলেএবার আপনি আপনার ফেবু প্রোফাইলেরমোবাইল নাম্বার অপশানে যান। এটাঅত্যন্ত সহজ পদ্ধতি…সেখানে যদি কোনো নাম্বার সেভ করা থাকে তোঐ নাম্বারটা আপনার কাছে কিনারে আছেকিনা খোঁজ খবর নেন। থাকলে তো ভালো। আরযদি নাম্বারটা আপনার ধারে কাছে নাথাকে তাহলে আপনি আরেকটা নাম্বার যেটাআপনার কাছে আছে সেটা এখন প্রোফাইলেAdd করে নিন।একটা ম্যাসেজ আসবে সেখানে একটা কোডওথাকবে সেটা দিয়ে নাম্বারটাকে এবারকনফার্ম করে ফেলুন।অথবা,,,আরেকটি ইমেইল এড্রেস যেটার পাসওয়ার্ডআপনার মনে আছে সেটা আপনি about থেকে E-mail এ গিয়ে Add করে নিন। এড্রেসটাতে একটামেইল যাবে E-mail confirmation করার জন্য।সেখান থেকে আপনার ইমেইলটা আপনিকনফার্ম করে নিন।নতুন ইমেইলটা কনফার্ম হয়ে গেলে আগেরইমেইলটা ডিলেট করে দিতে পারেন, সমস্যানাই।এবার আপনি নিশ্চিন্ত মনে ফেবু লগ আউট করেদিতে পারেন।এখন,,,,যাদের ইতিমধ্যে পাসওয়ার্ড ভুলে যাবারকারনে আর আইডি recover করতে পারেননিতারাও একটু খেয়াল করুন।আপনি ফেবুর প্রথম পৃষ্ঠা থেকে forgottenpassword? অপশানে ক্লিক করুন।পরবর্তী পেজে একটা বক্স দেখাবে সেবক্সটাতে আপনার ফোন নাম্বার কিংবামেইল যে কোনো একটা লিখে সার্চ দিন।দেখবেন আপনার আইডিটা এখানে শো করছে।এবার কন্টিনিউ করুন।পরের পেজে ফোন নাম্বারে নাহয় ইমেইলে টিকদিয়ে কন্টিনিউ করুন ।তাহলে আপনার ফোনে কিংবা মেইলে যেটাআপনি টিক দিয়েছিলেন সেটাতে একটা বার্তাআসবে আর সেখানে একটা কোডও থাকবে।ওই কোডটা এন্টার করার জন্য পরের পেজেএকটা ছোট বক্স পাবেন। সেখানে six digit এরকোডটা লিখে এগিয়ে যান।এবারের নতুন পেজটাতে আপনি new passwordএবং confirm password ঘর দুটোতেই একইপাসওয়ার্ড লিখুন। সেভ করুন আর বাকিকাজগুলোও করে নিন…ব্যস, হয়ে গেল। কাজ শেষ। এবার আইডিনিশ্চিন্তে চালাতে থাকুন।আশা করি, আপনি খুব সহজে এসব এখন করেফেলতে পারবেন।আর যদি করতে ভয় পান তাহলে এ ব্যাপারেঅভিজ্ঞ পরিচিত কারো সাহায্যও নিতেপারেন।

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.