Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Thursday 12 May 2016

Custom Rom বা রম কি ? custom rom এর সুবিধা ও অসুবিধা কি কি ?

Custom Rom বা রম কি ? custom rom
এর সুবিধা ও অসুবিধা কি কি ?

মোবাইল Operating System হিসাবে Android এর
প্রতিদ্বন্দ্বী নেই। তাই Android ফোন Root , Unroot ,
Flash, Stock Room Install , Frameware Update করার
প্রয়োজনে কিছু সংঙ্গার সাথে পরিচিতি হওয়া দরকার।
আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত, তাই
টিউনে ভুল থাকবেই, আশা করি ভুল গুলো Google থেকে
ক্লিয়ার করে নিবেন। Rom , Custom Rom বা Rom কি ,
কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করতে হয় এই
সম্পকেই বলতে চাচ্ছি আজকের বিষয়ে। শুধু না জানা
নতুন ভাইদের জন্য আর যারা জানেন তার শুধু পরামর্শ
দিতে পারবেন। কেমন।
চলুন জানিঃ
1 ] - Rom কি ?
2 ] - Stock Rom কি?
3 ] - Custom Rom কি?
4 ] - Custom rom এর সুবিধা।
5 ] - custom rom এর অসুবিধা।
বিস্তারিত আলোচনাঃ -
‌ 1 ] - Rom কি : Rom শব্দটির পূর্ণ অর্থ হচ্ছে Read Only
Memory ( ROM ) . প্রকৃতপক্ষে Rom হচ্ছে একধরনের
Storage। এই Storage থেকে Data নেওয়া যায় , তবে
কোন Data Write বা লেখা যায় না। Android ডিভাইসের
জন্য যখন রম ( Rom) শব্দটি ব্যবহৃত হয় , তখন সেটা
দিয়ে ডিভাইসটির OS ( Operating System ) কে বোঝায়।
তবে সঠিক শব্দ হচ্ছে Firmware। যেমন ধরুনঃ Stock
Firmware, Custom Firmware ইত্যাদি। কিন্তু বর্তমানে
রম ( Rom ) শব্দটিই বেশি প্রচলিত। এক এক ডিভাইসে
Rom এক এক ধরনের হয়ে থাকে। ৯৫ভাগ সময় এক
ডিভাইসের রম ( Rom ) অন্য ডিভাইসে ইন্সটল করা যায়
না। এই ককাজ করার চেষ্টা করলে ডিভাইস ব্রিক
( Brick) করবে। এটা Stock Romটি এবং Custom Rom
দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে Android ডিভাইসের
Specifications এ মিল থাকলে ( যেমনঃ - প্রসেসর
স্টাকচার, চিপসেট, রেজুল্যুশন ইত্যাদিতে) হয় তো বা
Install করা সম্ভব বা Port করে তারপরে Install করতে
হবে।
2 ] - Stock ROM কি : প্রতিটি Android ডিভাইসে একটা
OS ( Operating System ) Install করাই থাকে। Android
ডিভাইসের প্রস্তুতকারক সেটা Intsall করে বাজারজাত
করে। এই Pre- installed Operating Systemকেই Stock
Rom বা Stock Firmware বলে। এই রমগুলোতে
প্রস্তুতকারক কোম্পানি তাদের নিজস্ব কিছু
Application সিস্টেম Apps হিসেবে Install করে দেয়।
এগুলো হচ্ছে Bloatware , যা সাধারনত Uninstall করা
যায় না। তাছাড়া অনেক মোবাইল প্রস্তুতকারক
কোম্পানি মূল Android Source Edit করে তাদের
নিজেদের মত করে ইউজার ইন্টারফেস ( User Interface
বা UI) বানিয়ে ফোন বাজারজাত করে থাকে। বেশির ভাগ
ফোন কোম্পানি , তাদের Stock রমের Source Code
Release বা প্রকাশ করে থাকে , যা ইচ্ছা করলে, আপনি
ডাউনলোড করে Edit করতে পারেন।
3 ] - Custom ROM কি : Custom Rom হচ্ছে স্টক রম
Based এক প্রকারের Customize করা Rom. Custom
Rom এ কোন কোন ধরনের কাস্টমাইজেশন, পরিবর্তন ,
বাড়তি সুবিধা থাকবে সেটা ডেভেলপারের উপর নির্ভর
করে।
4 ] - Custom Rom এর সুবিধাঃ -
ইন্টানেটে আপনার ফোনের জন্য অনেক ধরনের কাস্টম
রম পাবেন। বিভিন্ন কাস্টম রমের সুবিধা অনেক যা কিনা
ব্যবহার না করলে এই ভাবে লিখে বুঝানো impossible .
আপনি স্টক রমে যে Android version ইউজ করতে
পারবেন না কাস্টম রমে তা ইউজ করতে পারবেন। আমি
আগেই একবার বলেছি , ধরুণ আপনি আপনার ফোন
অফিসিয়ালি জিঞ্জারব্রেড পর্যন্ত আপডেট দিতে
পারবেন এর উপরে আর পারবেন না কিন্তু কাস্টম রমের
মাধ্যমে আপনি আইচক্রিম স্যান্ডুইচ বা জেলিবিন রমের
মজা নিতে পারবেন যা কাস্টম রমের সবচেয়ে বড় সুবিধা।
কাস্টম রমে আরও কিছু ভাল ভাল ফিচার থাকে।
বিভিন্ন ফোনের ভাল ভাল কিছু ফিচার কাস্টম রমে
বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। এক কথায় কাস্টম রম চরম।
আর custom rom ব্যবহার না করলে আপনি কখনও এর
সুবিধা বুঝতে পারবেন না .
5 ] - Custom Rom এর অসুবিধাঃ-
কাস্টম রমের অসুবিধা বলতে কাস্টম রমে অনেক সময়
কিছু bug থাকে। যা কিনা অনেকটা যন্ত্রনার বিষয়. তবে
আপনি ভাল ডেভেলপার এর ভাল একটা কাস্টম রম
আপনার ফোনে আপডেট দিলে কোন প্রব্লেম হবে না।
অর্থাৎ bug এর প্রব্লেম থাকবে না। আর যদি ভাল
কাস্টম রম না দেন তাহলে অবশ্যই আপনাকে বাগের
প্রব্লেমে পড়তে হবে।
এছাড়া কাস্টম রমের আর কোন অসুবিধা দেখি না।
Custom Rom দিতে যা যা লাগবেঃ-
কাষ্টম রম দিতে আগে আপনার ফোনটি রুটেড হতে হবে
তারপর custom recovery mod ইনস্টল করা থাকতে হবে
তারপর আপনি custom rom ব্যাবহার করতে পারবেন .
আর কিভাবে আপডেট দিবেন তা যে ওয়েবসাইট থেকে
রমটা ডাউনলোড দিবেন ওই জায়গায় দেওয়া থাকবে। বা
আমাদের এই blogger এর পোষ্টে দেখুন
সতর্কতাঃ -
1 . আপনি কাস্টম রম দেওয়ার আগে ফোন ভাল করে
চার্জ করে নিবেন।
2 . আপনার ফোনের রমের একটা ব্যাকআপ করে রাখবেন
যাতে পরে প্রব্লেম হলে আগের অবস্থায় ফিরে আসতে
পারেন রিস্টোর দিয়ে।
3 . আপনি যদি Android এর নিউ ইউজার হন বা এত
ভাল ধারণা না রাখেন তাহলে নিজে নিজে কাস্টম রম
দেওয়া থেকে বিরত থাকুন। এতে আপনার ফোন ব্রিক
হওয়ার সম্ভবনা থেকে যায়।
আশা করি একটু হলেও বুঝাতে পারলাম।

facebook এ Blue , &, Blank , Comment , , Name , &, Half , Name , Mention, , ID , Code , বের , করার নিয়ম

facebook এ Blue , &, Blank ,
Comment , , Name , &, Half , Name ,
Mention, , ID , Code , বের , করার নিয়ম

অনেকেই আছেন facebook এ আমাকে প্রশ্ন করেন যে
এটা কি করে mention /blue post/ half name /id code
বের বা করতে হয় একটু বলুন . . তাই এক এক জনকে এক
একবার করে বারবার বলা সম্ভাব নয় তাই ভাবলাম একটা
পোষ্ট করে দেই . . .
অনেকেই জানে , যারা জানে না এটি শুধু তাদের জন্য।
☞ Blue Comment করার জন্য Type করুনঃ
@@+ [ 1 : [ 0 :1 :YourText ]]
☞ ফাঁকা/Blank Comment করার জন্য Type করুনঃ
@ + [ 0 :]
☞ Name Mention করার জন্য Type করুনঃ যাকে
mention করবেন তার fb id কোডটি দিবেন
@ + [ id no: ]
☞ Half Name Mention করার জন্য Type করুনঃ যাকে
half name mention করবেন তা নামের একট অংশ নিবেন
@ + [ id no: one part of name ]
[[নোট: ]]
1 ) @ এর পরের "+ " চিহ্নটা remove
করে comment লিখুন ।
2 ) Id no বের করতে গেলে যার id no বের করবেন তার
profile pictureএ গিয়ে address bar edit করুন
একেবারে শেষে চলে যান দেখবেন & refid = 17 লেখা
আছে এর আগে যে নাম্বার আছে সেটা হল আপনার id
no. . . .
তো সবাই enjoy করুন .

Tuesday 3 May 2016

এন্ড্রোয়েড_ফোনে_Custom_Rom_ইন্স টল_দেবার_নিয়ম

# এন্ড্রোয়েড_ফোনে_Custom_Rom_ইন্স
টল_দেবার_নিয়ম ★

আপনার অ্যান্ড্রয়েডে কাস্টম রোম ফ্ল্যাশ করার জন্য
প্রথমেই আপনার ফোনকে রুট করতে হবে।
এবার আপনার ফোনের জন্য রিকভারী ফ্লাস করতে হবে
সাধারনত যারা অ্যান্ড্রয়েড চালায় তারা তিন ধরনের
রিকভারী ফ্ল্যাশ ব্যবহার করে।
recevery, CT recovrry
এবং TWRP recovery
এর মদ্ধে TWRP recovery
চাট সাপর্ট করে কিন্তু CWM recovery ও CT recovery
টাচ সাপর্ট করে না।
আর একটা বিসয় সবাইকে জানিয়ে দিচ্ছি CWM recovery
ও CT recovery এই দুইটা রিকভারীর মধ্যে তেমন কোন
পার্থক্য নেই।
প্রায় একই।
তাই CWMপ্রথমে আপনাকে গুগল থেকে আপনার ফোনের
জন্য recovery.img ফাইলটি ডাউনলোড দিতে হবে।
গুগল থেকে আপনার ফোনের রিকভারী পাওয়ার জন্য
এভাবে সার্চ দিন।
Recovery.img for Walton Primo nx ।
Nx এর জায়গাতে আপনি আপনার সেটের মডেলটি দিন।
তবে বাপারটা এমন না যে আপনি গুগল থেকে সরাসরি
recovery.img ফাইলটি পেয়ে যাবেন।
হয়ত লেখা থাকবে
TWRP recovery.zip/
cwm reocvery.zip/
CT rrecover.zip/
TWRP recovery.img/
Cwm recovery.img/
CT recovery.img সহজ কথা যদি ফাইলটি zip ফর্মেটে
থাকে তাহলে unzip করে নিতে হবে।
একইভাবে আপনার ফোনের কাস্টম রোম সার্চ দিন,
এভাবে--- best custom rom for Walton primo Nx
অথবা custom rom of Walton primo nx ।
দরকার অনুসারে আপনার ফোনের কাস্টম রোম
ডাউনলোড দিন।
তবে আমি আপনাদের সাজেস্ট করবো কমপক্ষে দুইটা
কাস্টম রোম ডাউনলোড করতে।
কারন বেশিভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক কাস্টম রোমে
বাগ থাকে।
তাই ফ্ল্যাশ মারার পর অনেক সমস্যা দেখা যায়।
আপনার ফোনের recovery.img ও কাস্টম রোম
ডাউনলোড হয়ে গেলে সেটি ফাইল দুটিকে sd card এর
বাহিরে রাখুন।
এখানে আমি আপনাদের রিকভারী মুড ফ্ল্যাশ করার
দুইটা পদ্ধতির কথা বলবো।
প্রথম পদ্ধতি আপনি mobile uncle tools.apk
ডাউনলোড দিন
# প্রসেসঃ
এবার সেটি ওপেন করুন এবং superuser পারমিশন দিন।
Recover Update এ ক্লিক করলে দেখবেন আপনার
ফোনের recovery.img ফাইলটি সো করছে।
এবার সেটিকে সিলেক্ট করুন।
দেখবেন কিছুক্ষন ফোন হ্যাং হয়ে আছে।
ভয় পাবেন না।
কিছুক্ষনের মধ্যে আপনার ফোনে একটা অপশন আসবে
যেটিটে আপনাকে বলা হবে reboot into recovery
mood? cancel করে দিন।
# দ্বিতীয়_পদ্ধতি আপনি Recovery Tools.apk
ডাউনলোড দিন
#প্রসেসঃ
প্রথমে recovery tools.apk ওপেন করুন।
প্রযোজনীয় superuser permission লাগলে দিয়ে নিবেন।
এবার flash Recovery তে ক্লিক করুন।
other from storeg থেকে আপনার recovery.img
ফাইলটি সিলেক্ট করুন।
সিলেক্ট করার পর দেখবেন একটা অপশন আসবে
choosing your recovery name.img
Are you sure? ( yes please করে দিন।
কয়েক সেকেন্ড সময় লাগবে।
অপক্ষা করুন।
দেখবেন আরেকটা অপশন আসবে Reboot in to
recovery now? No , thanks দিন।
# যারা_Samsung_ডিভাইস
চালান তাদের জন্যঃ
রিকভারী মুড ফ্ল্যাশ করার জন্য আপনাকে আপনার
রিকভারী ফাইলটি গুগল থেকে ডাউনলোড দিতে হবে।
এরপর ফাইলটি SD কার্ড এর বাহিরে রেখে ফোন অফ
করতে হবে।
এবার ভলিউম আপ+ পাওয়ার বাটন চেপে রিকভারী মুডে
প্রবেশ করতে হবে।
এবার আপনাকে যখন রিকভারী মুড আসবে।
তখন একটা অপশন আসবে install zip from sd card
সিলেক্ট করে আপনার রিকভারী ফাইলটি দেখিয়ে ফোন
ফ্ল্যাশ মারতে হবে।
তাহলেই রিকভারী মুড আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।
এবার আপনার ফোনটিকে অফ করুন এবং volume up
+power button চেপে রিকভারী মুডে প্রবেশ করুন।
:: কাস্টম রোম ফ্ল্যাশ দেবার নিয়ম ::
যারা TWRP recovery flash করেছেন তাদের জন্যঃ
১. দূর্ঘটনা এড়ানোর জন্য প্রথমে রোম ব্যাকআপ
করতে হবে।
এর জন্য আপনাকে > Backup থেকে boot, data,
system মার্ক করে swipe to back up করে বলের মত
রেখাটি বাম থেকে ডানে টানুন।
ব্যাকআপ শেস হলে ব্যাক করে wipe এ যান বলের মত
রেখাটি বাম থেকে ডানে টানুন।
এবার advance wipe এ যান।
সেখানে Delvic cache ,Cache , Data ,Android
secure,System মার্ক করে রেখাটি বাম থেকে ডানে
টানুন।
২. এবার ব্যাক হয়ে install এ ক্লিক করুন।
আর আপনার রোমটি সিলেক্ট করে ফ্ল্যাশ করুন।
যদি দেখছেন কোন ফ্ল্যাশ হচ্ছে না তবে backup থেকে
আপনার রোমটি রিস্টোর করুন।
আর যদি আপনার রোমটি সঠিকভাবে ইন্সটল হয় তবে
ফোন রিবুট হবে এওবং অন হতে একটু সময় লাগবে।
এমনকি ১০ মিনিটও লেগে যেতে পারে।
আর যারা cwm অথবা CT recovery flash দিয়েছেন
# তাদের_জন্যঃ
দূর্ঘটনা এড়ানোর জন্য প্রথমে রোম ব্যাকআপ করতে
হবে।
এর জন্য আপনাকে > Backup and restore > backup
সিলেক্ট করুন।
চাইলে backup to internal sd card সিলেক্ট করতে
পারেন।
দেখবেন আপনার ফোনের রোম ব্যাকআপ হচ্ছে।
ব্যাকআপ কমপ্লিট হলে
go back থেকে
wipe cache partition > Yes Wipe Cache >
Go Back > mounts and storage > formet/system >
Yes-Formet সিলেক্ট করুন
। > Go Back > advanced > wipeDelvic Cache >Yes-
Wipe Delvic Wipe Bettery States >Yes-Wipe Bettery
States > Go Back >
Go back > install Zip from SD card >
এবার আপনার rom সিলেক্ট করে ফ্ল্যাশ মারুন।
ফ্ল্যাশ মারা শেস হলে ফোন রিবুট করবে।
সর্ব্বচ্চ ১০ মিনিটও লেগে যেতে পারে।
আর যদি দেখেন সমস্যা হচ্ছে তাহলে আপনার ব্যাকআপ
রোম রিস্টোর করুন।
★★ # ধন্যবাদ_সবাই_কে ★★

সমাধান নিন গুগল প্লে স্টোর অ্যাপ এর বিভিন্ন ডাউনলোড Error

.........সমাধান নিন গুগল প্লে স্টোর অ্যাপ
এর বিভিন্ন ডাউনলোড Error................................................................
.............................................
.......................
গুগল প্লে-স্টোর এ অনেক সময় অ্যাপ
ডাউনলোড দিতে গেলে সেটা ডাউনলোড না হয়ে,
অথবা অর্ধেক হয়ে বিভিন্ন Error কোড
বা Error ম্যাসেজ দেখায়। কখনো অ্যাপ
আপডেট হয় না, কখনো ডাউনলোড হলেও
ইনষ্টল হয় না। ফলে আমরা অনেক চিন্তার
ভিতরে পড়ে যাই। তবে এখন চিন্তার কিছু নেই,
গুগল প্লে-ষ্টোর এ বিভিন্ন Error সমস্যার
সমাধান নিয়েই আজকের পোস্ট।
► গুগল প্লে-স্টোর Error-49
→ অ্যাপ ডাউনলোড অর্ধেক হয়ে বন্ধ হয়ে যায়।
●► সমাধানঃ এই সমস্যার কারণ
হচ্ছে ফোনে Cache Full হয়ে যাওয়া।
অপ্রয়োজনীয় অ্যাপ্স ও গেমস এবং ফাইল
ডিলেট করে দিন। Recovery Mode এ
গিয়ে Wipe Cache অপশন সিলেক্ট
করে Cache Clear করে, ফোন চালু করে প্লে-
ষ্টোর থেকে ডাউনলোড করুন।
► Play Store Error-403
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ ফোনে দুইটি গুগল অ্যাকাউন্ট
ব্যবহার করার ফলে এরকম হয়ে থাকে।
এক্ষেত্রে একটি Account ডিলেট করে দিন
এবং মূল অ্যাকাউন্ট দিয়ে গুগল প্লে-স্টোর
ওপেন করুন। এরপর অ্যাপটি প্লে-স্টোর
থেকে ডাউনলোডের চেষ্টা করুন।
► Play Store Error-413
→অ্যাপ ডাউনলোড অথবা আপডেট করা যায়
না।
●► সমাধানঃ Proxy ব্যবহার করলে তা গুগল
প্লে-স্টোরের বিভিন্ন
অপারেশনে সমস্যা করতে পারে।
Settings>Apps>All এ গিয়ে Google
Services এবং Google Play Store অ্যাপ
দুটির Data এবং Cache Clear করে Force
Stop করুন। সেই সাথে ফোনের ডিফল্ট
ব্রাউজারের Cache Clear করুন।
► Play Store Error-491
→অ্যাপ ডাউনলোড এবং আপডেট হয় না।
●► সমাধানঃ Settings>Accounts
থেকে আপনার Google অ্যাকাউন্ট
টি Remove করুন। এবার আপনার ফোন
Restart করে আবার গুগল অ্যাকাউন্ট
দিয়ে Login করুন। এরপর Settings>Apps>All
এ গিয়ে Google Services এর Data Clear
করুন এবং সবশেষে Force Stop করুন।
► Play Store Error-492
→অ্যাপ্স Install করা যায় না।
●► সমাধানঃ Settings>Apps>All এ
গিয়ে Google Services এবং Google Play
Store অ্যাপ দুটির Data এবং Cache Clear
করে Force Stop করুন। এবার কাস্টম
রিকভারি মোডে প্রবেশ করুন। Wipe Delvik
Cache করুন। অথবা, Data Wipe/Factory
Reset করুন।
**নোটঃ- Factory Reset করলে আপনার
ফোনের ডাটা মুছে দিবে। তাই প্রয়োজনীয়
ডাটা ব্যাকাপ রেখে নিন।
► Play Store Error-919
→অ্যাপ্স ডাউনলোড হয় কিন্তু চালু হয় না।
●► সমাধানঃ এই সমস্যার কারন, আপনার
ফোনের আর খালি জায়গা নেই অর্থাৎ
মেমোরি ফুল। তাই ফোনের অপ্রয়োজনীয়
অ্যাপ ও ডাটা (অডিও, ভিডিও অথবা অন্য কোন
বড় ফাইল) ডিলেট করে দিন।
► Play Store Error-921
→কোন অ্যাপ ডাউনলোড হয় না।
●► সমাধানঃ Settings>Apps>All
থেকে Google Play Store অ্যাপের Cache
Clear করুন। এতে কাজ না হলে Play Store এর
Data Clear করুন। সবশেষে আপনার গুগল
অ্যাকাউন্টটি রিমোভ করে ফোন রিস্টার্ট দিন
এবং পুনরায় গুগল অ্যাকাউন্ট Login করুন।
**নোটঃ- Data Clear
করলে অ্যাপটিতে আপনার
সেটিংসগুলো Default হয়ে যাবে।
► Play Store Error-923
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ অপর্যাপ্ত Cache Syncing এর
সময়ে Error দেখায়। এক্ষেত্রে আপনার গুগল
অ্যাকাউন্ট Remove করুন এবং অপ্রয়োজনীয়
অ্যাপ ডিলেট করুন। এবার Recovery Mode এ
গিয়ে Wipe Cache করুন। সবশেষে আপনার গুগল
অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করুন।
► Play Store Error-927
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ Settings>Apps>All এ
গিয়ে Google Services এবং Play Store
অ্যাপ দুটির Data ও Cache Clear করে Force
Stop করুন। এরপরে প্লে-ষ্টোর চালু
করে ডাউনলোড করার করুন।


0
Custom Rom বা রম কি ? custom rom
এর সুবিধা ও অসুবিধা কি কি ? Custom Rom বা রম কি ? custom rom এর সুবিধা ও অসুবিধা কি কি ?

Custom Rom বা রম কি ? custom rom এর সুবিধা ও অসুবিধা কি কি ? মোবাইল Operating System হিসাবে Android এর প্রতিদ্বন্দ্বী নেই। তাই Android ফো...

0
facebook এ Blue , &, Blank ,
Comment , , Name , &, Half , Name ,
Mention, , ID , Code , বের , করার নিয়ম facebook এ Blue , &, Blank , Comment , , Name , &, Half , Name , Mention, , ID , Code , বের , করার নিয়ম

facebook এ Blue , &, Blank , Comment , , Name , &, Half , Name , Mention, , ID , Code , বের , করার নিয়ম অনেকেই আছেন facebook এ আম...

0
 এন্ড্রোয়েড_ফোনে_Custom_Rom_ইন্স
টল_দেবার_নিয়ম এন্ড্রোয়েড_ফোনে_Custom_Rom_ইন্স টল_দেবার_নিয়ম

# এন্ড্রোয়েড_ফোনে_Custom_Rom_ইন্স টল_দেবার_নিয়ম ★ আপনার অ্যান্ড্রয়েডে কাস্টম রোম ফ্ল্যাশ করার জন্য প্রথমেই আপনার ফোনকে রুট করতে হবে। ...

0
সমাধান নিন গুগল প্লে স্টোর অ্যাপ
এর বিভিন্ন ডাউনলোড Error সমাধান নিন গুগল প্লে স্টোর অ্যাপ এর বিভিন্ন ডাউনলোড Error

.........সমাধান নিন গুগল প্লে স্টোর অ্যাপ এর বিভিন্ন ডাউনলোড Error ................................................................ .........