যারা প্লে স্টোর থেকে সফটওয়ার ইনস্টল করতে পারেন কিন্তু সফটওয়ার ব্যাকাপ রাখতে পারেন না দেখে নিন এর সমাধান
By Md Abu Zafor
আজ আপনাদের মাঝে ছোট একটি সফটওয়ারশেয়ার করছি।
সফটওয়ারটি ছোট হলেও এর কাজ কিন্তু
অনেক।
জেনে নেই এই সফটওয়ারটির নাম ও
কাজ : সফটওয়ারটির নাম Android
Assistant এর কাজ অনেক।
এই সফটওয়ারটি দিয়ে আপনি প্লে স্টোর থেকে
ডাউনলোড করা সকল সফটওয়ারের
ব্যাকাপ রাখতে পারবেন। যা পরবর্তীতে আপনি নিজে চালাতেপারবেন অথবা অন্য কে শেয়ার করতেপারবেন। আরও আছেঅনেক বিষয়
আপনি এক ক্লিকেই আপনার সম্পূর্ণ
ডিভাইসটিকে পরিস্কার করে ফেলতে পারবেন
এই সফটওয়ারটিদিয়েই। ফাইল ম্যানেজার হিসাবেও ব্যবহার করতে পারবেন।
আপনার ডিভাইসের সম্পূর্ণ বিবরণ দিবে এই সফটওয়ারটি। যে কোন ফাইল এখান থেকেই আনইন্সটল করতে পারবেন। কথা আর না
বারিয়ে আমরা দেখি কিভাবে সফটওয়ার
ব্যাকাপ রাখা যায়।
প্রথমে Android Assistant apps টি Download
করে নিন ।
Download Now
সফটওয়ারটি ডাউনলোড দেওয়ার পর
ইনষ্টল করুন এবং নিম্ন উল্লেখিতবিষয়গুলি লক্ষ করুন।
স্ক্রিন সট-1
এই কুইক বোস্টে ক্লিক করলে আপনার
মোবাইলের র্যাম একাই পরিস্কার হবে।
স্ক্রিন সট-2
স্ক্রিন সট 2 এর অনুযায়ী প্রথমে টোলস এ ক্লিক করুন তারপর নিচে চেপে এ্যাপ বেকাপ নামক আইকনে ক্লিক করুন তারপর আপনার পছন্দ অনুযায়ী যে সফটওয়ারটি আপনি ব্যাকাপ
রাখতে চাচ্ছেন তার পাশে টিকচিহ্ন দিন।
নিম্নে স্ত্রিন সটের মত
স্কিনসট – 3
তারপর ব্যাকাপ এ্যাপসে ক্লিক করুন। দেখবেন আপনার সিলেকশন করা সফটওয়ারটি আপনার মোবাইলের এন্ড্রোয়েট এসিসষ্ট্যান্ট বেকাপ নামক
ফোল্ডারে চলে এসেছে। এরপর আপনি এন্ড্রোয়েট এসিসষ্ট্যান্ট বেকাপ নামক ফোল্ডার থেকে
সফটওয়ার পুনরায় ব্যবহার ও বন্ধুদের
শেয়ার করতে পারবেন।
আশা করি যতটুকু পারি সমাধাণ
দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
ধন্যবাদ।
0 comments:
Post a Comment