আস-সালামুয়ালাইকুম, ( সালামের উত্তর নেয়া ওয়াজিব )
কেমন আছেন সবাই?
আমাদের সবার সিম কার্ড বর্তমানে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিষ্টার করা। আমরা এতদিন জানতাম ১ টি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিষ্টার করা সেটা বের করতে। কিন্তু আজ আমি দেখাবো ১ টি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিষ্টার করা এবং সেটা নাম্বার সহ বের করবেন । তাই আমি মেজবা উদ্দিন জিহাদ আছি আপনাদের সাথে ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং এন্ড্রয়েড হেল্প মাষ্টার বিডি এর পক্ষ থেকে। তো বেশি বক বক করবো সরাসরী কাজে চলে যাব।
তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার ফোন এর ডায়াল অপশন এ গিয়ে নিচের কোর্ডটি ডায়াল করুন
*16001#
এখন আপনার ভোটার আইডি কার্ড এর শেষ ৪ সংখ্যা দিয়ে Send এ ক্লিক করুন ।
কিছুক্ষণ অপেক্ষা করুন ১/২ মিনিট এর মধ্যে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
টেকনোলজি যে কোন প্রকার সাহায্য এর জন্য আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন হতে পারেন।
0 comments:
Post a Comment