কে বলেছে ফেসবুকে ৫ বারের বেশি নাম পাল্টানো যায়
না??
|
খুব কাজের একটা টিপস আশা করি অনেকেই উপকৃত
হবেন।অনেকজন আছেন যারা ফেসবুক এ নাম
পাল্টানোরে চেষ্টা করছেন কিন্তু পারছেন না,
কাজের কথায় আসা যাক।
>প্রথমে আপনার যেই আইডির নাম পরিবর্তন করতে চান
সেই আইডিতে লগইন করুন।
এবার এই লিংকে যান
|
এখানে তিনটি ঘর পাবেন নাম পরিবর্তনের জন্যে যার
মধ্যে প্রথম অংশের ঘরটি অবশ্যই আপনার কাঙ্খিত
নামটি দিয়ে পূরন করতে হবে।মাঝের ঘরটিও চাইলে পূরন
করতে পারেন।
>এবার"Reason For this Change"ঘরে spelling
Mistake নির্বাচন করুন।
<সর্বশেষে আপনার একাউন্টের বর্তমান প্রোফাইল
পিকচারটি আপলোড করুন।ন্যাশনাল আইডি কার্ড
লাগবে না।
>আপলোড হয়ে গেল সেন্ডবাটনে ক্লিক করুন।
একটি নিশ্চিতকরন বার্তা আসবে।ব্যাস!কাজ হয়ে গেল।
এবার একটু সময় লাগবে নাম পরিবর্তন হতে সর্বনিম্ন
৭২ ঘন্টা থেকে সবর্বোচ্চ ১০ দিন লাগতে পারে।
আশা করছি এই পদ্বতিতে ন্যাশনাল আইডি কার্ডের
ঝামেলা ছাড়াই আপনি আপনার ফেসবুক আইডির নাম
পরিবর্তন করতে পারেন।
0 comments:
Post a Comment