যারা আইডি ম্যানশন করতে পারেন না পোস্টটা তাদের জন্য। প্রথমে ইউসি ব্রাউজার দিয়ে দেখাব।
যাকে ম্যানশান করবেন তার প্রোফাইলে যান। প্রোফাইল পিকচারের উপরে মাউস রেখে 1 ক্লিক করুন।এবার নিচে কপি ট্যাব এ গিয়ে RIGHT NAVIGATION বা OK চাপুন।এবার COPY link এ ক্লিক করুন।যে লিঙ্কটা পেয়েছেন তা অনেকটা এরকম
https://m.facebook.com/photo.php?fbid=1436600879955459&id=100008166816102&set=a.1432874766994737.1073741826.100008166816102&refid=17
খেয়াল করুন ID এর পর 100008166816102 যেটা আছে সেটা ইউজারের ম্যানশান আইডি। এবার যে জায়গায় ম্যানশান করবেন সে জায়গায় আইডি কোডটা এভাবে বসান @[10008166816102:] অথাত্ ম্যানশান কোডের আগে বসাবেন @[ এবং পরে বসাবেন :]।এবার কমেন্ট অথবা পোস্টে এরকম করে বসিয়ে মজা লুটুন।
এবার অপেরা মিনির জন্য প্রথমে প্রোফাইলে যান তারপর টাচ ইউজার হলে প্রোফাইল পিকচারের উপরে আঙ্গুল চেপে প্রোফাইল পিকচারকে ভর্তা বানান এবার OPEN IN NEW TAB অপশান এ ক্লিক করুন এবার ব্রাউজারের আরেকটি ট্যাবে গিয়ে দেখুন এড্রেস বারে এরকম লিঙ্কটা দেয়া আছে
https://m.facebook.com/photo.php?fbid=1436600879955459&id=100008166816102&set=a.1432874766994737.1073741826.100008166816102&refid=17
বাকি প্রসেসগুলো উপরের uc browser এর প্রসেস এর মতই।যারা ননটাচ ইউজার তাদের কিন্তু প্রোফাইল পিকচার ভর্তা করার সুযোগ নেই তারা মোবাইলের OK বাটনকে ভর্তা বানিয়ে OPEN IN NEW TAB এ যাবেন।উক্কে? না বুঝলে কমেন্ট করুন।
0 comments:
Post a Comment