Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Friday, 18 March 2016

ফেসবুক প্রোফাইলের URL (fb.com/name) একাধিকবার বদলান খুব সহজেই

কেমন আছেন সবাই?
আজকে আপনাদের জন্য
নিয়ে আসলাম চরম গরম
একটা টিপস। 

অনেকদিন ধরেই
খুজছিলাম কিভাবে ফেসবুক
প্রোফাইলের URL/ Username
বদলানো যায়।

পদ্ধতিটা অনেক সহজ তাই
চিন্তা করলাম আপনাদের
সাথে শেয়ার করি হয়ত আমার
মতো কারো কাজে লাগে যাবে।

আমি আগেই বলে নিচ্ছি এই
পদ্ধতিতে শুধু আপনার
পারসনাল প্রোফাইলের URL
বদলানো যবে ফ্যান পেজের না।



আসুন দেখে নেই
স্টেপগুলোঃ



১) প্রথমে যেকোনো নাম
দিয়ে একটা ফেসবুক পেজ খুলেন
(Gear আইকনে ক্লিক
করে Create Page) পেজ খোলার
সময় "www.facebook.com/
username" এর
ঘরটা ফাকা রেখে বাকি সব ঘর
পুরন করে পেজ বানান।

২) পেজ ওপেন হওয়ার পর,
"Update Page Info" তে ক্লিক
করে "Facebook Web Address" এ
আপনার বর্তমান ফেসবুক
প্রোফাইলের URL
("www.facebook.com/
yourname") টা Http://
ছাড়া কপি করুন।

৩) এবার ফেসবুক
একটা ওয়ার্নিং দেবে যে আপনার
দেওয়া URL টা আপনার
পারসনাল প্রোফাইলের URL
এর সাথে মিলে গেছে।

তখন
জিজ্ঞেস করবে আপনি URL
Transfer করতে চান? তখন
Transfer এ ক্লিক করুন।

৪) এবার আপনার ফেসবুক
প্রোফাইলের সেটিংএ
গিয়ে দেখুন আপনার Username
Reset হয়ে গেছে। এখন আপনার
কাংখিত URL দিয়ে সেভ করুন।

৫) কাজ শেষ
করে যে পেজটা বানিয়েছিলেন
সেটা ডিলিট করে দিন।

তাড়াতাড়ি করে নিন। 

ফেইসবুক ট্যাগ নিয়ে ভাবছেন ? ১০০% ট্যাগ বন্ধ করুন, মাএ ১মিনিটে।


ফেসবুকে অনেক ফ্রেন্ড
আছে যারা ট্যাগ
করা ছাড়া থাকতে পারে না।
তাদের
এই ট্যাগের ফলে আপনার
করা স্ট্যাটাস
গুলো চাপা পড়ে যায়।
এবার এই ট্যাগকে বন্ধ
করুন৷ এজন্য.. :::--
Go To Your Fb Account. > Then click
on Sittings and Privacy. > Then click
on Timeline and Tagging. > Then click
on "Review posts Friends tag you in
before they appear on your timeline"
এখানে ঢোকার পর
আপনি এটা অন করে দিন এখন
আপনাকে কেউ ট্যাগ
করলে তা আপনি ছাড়া আর
কেউ
দেখতে পারবে না৷আপনি যদি ঐ
স্ট্যাটাস বা পিকচার টি Add
করতে চান তাহলে Add To
Timeline এ ক্লিক করলেই হবে।
...................

ফেজবুকে ৫ বারের বেশী নাম পরিবর্তন করুন


কে বলেছে ফেসবুকে ৫ বারের বেশি নাম পাল্টানো যায়
না??
|
খুব কাজের একটা টিপস আশা করি অনেকেই উপকৃত
হবেন।অনেকজন আছেন যারা ফেসবুক এ নাম
পাল্টানোরে চেষ্টা করছেন কিন্তু পারছেন না,
কাজের কথায় আসা যাক।
>প্রথমে আপনার যেই আইডির নাম পরিবর্তন করতে চান
সেই আইডিতে লগইন করুন।
এবার এই লিংকে যান
|
এখানে তিনটি ঘর পাবেন নাম পরিবর্তনের জন্যে যার
মধ্যে প্রথম অংশের ঘরটি অবশ্যই আপনার কাঙ্খিত
নামটি দিয়ে পূরন করতে হবে।মাঝের ঘরটিও চাইলে পূরন
করতে পারেন।
>এবার"Reason For this Change"ঘরে spelling
Mistake নির্বাচন করুন।
<সর্বশেষে আপনার একাউন্টের বর্তমান প্রোফাইল
পিকচারটি আপলোড করুন।ন্যাশনাল আইডি কার্ড
লাগবে না।
>আপলোড হয়ে গেল সেন্ডবাটনে ক্লিক করুন।
একটি নিশ্চিতকরন বার্তা আসবে।ব্যাস!কাজ হয়ে গেল।
এবার একটু সময় লাগবে নাম পরিবর্তন হতে সর্বনিম্ন
৭২ ঘন্টা থেকে সবর্বোচ্চ ১০ দিন লাগতে পারে।
আশা করছি এই পদ্বতিতে ন্যাশনাল আইডি কার্ডের
ঝামেলা ছাড়াই আপনি আপনার ফেসবুক আইডির নাম
পরিবর্তন করতে পারেন।
 

ফেসবুক ফেইক অাইডির বিরুদ্ধে রিপোট করার সবচেয়ে সহজ উপায়



আসুন আজ জেনেনেই
কিভাবে আপনি,
আপনার নিজের নাম
এবং নিজের
ছবি দিয়ে তৈরি হউয়া একটি
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার
জন্য
রিপোর্ট করবেন।
১। প্রথমে তৈরি হওয়া ফেক
অ্যাকাউন্ট
এর টাইমলাইন এ প্রবেশ করুন।
২। তারপর কভার ফটোর ডান
পাশে নিচের আইকন এ ক্লিক
করুন
এবং Report/Block অপশন
সিলেক্ট করুন।
৩। এখন ওপেন
হাওয়া "Report and/or
block
this person" পেজ
থেকে "This timeline is
pretending to be
someone or is fake"
অপশন
টি সিলেক্ট
করে "Pretending to be
me"
অপশন এ ওকে করুন।
৪। এখন নতুন ওপেন হওয়া পেজ
এ ৩০০ অক্ষর
এর ভিতর আপনার কিছু তথ্য
দিয়ে নিচে "I confirm
that this report
is correct" অপশন এ
ওকে করে Confirm
করুন। বেস !!!
হয়ে গেল। এখন ফেক
অ্যাকাউন্ট
নিয়ে তদন্ত শুরু হবে। 

ফেসবুক এর ম্যাজিক কোড মনে রাখারসুএ। ২৬টা মনে থাকবে এক সুত্রে ।ভুলতে চাইলেও ভুলতে পারবেননা


অনেকেই ফেসবুকে ম্যাজিক কোড ইউস করেন
কমেন্ট
করার জন্য । কিন্তু
আমি যেটা আজকে শেয়ার করব
সেটা আপনি ম্যাসেজেও ব্যবহার
করতে পারবেন । এটা মনে রাখার সুএ হল
[[f9.ch+]]
এখন ( + )
চিন্হটা উঠিয়ে দিয়ে ওখানে ইংরেজী ছোট
হাতের a থেকে z পর্যন্ত যে কোন অক্ষর
বসান । আর দেখুন ম্যাজিক ।
আপনারা সবসময় ভুল করেন তাই
সবকয়েকটার উদারন
নিচে দিয়ে দিলাম । আর
একটা কথা এটা দেখার জন্য
আপনাকে ছবি সহ ফেসবুক ইউজ করতে হবে ।
[[f9.cha]]
[[f9.chb]]
[[f9.chc]]
[[f9.chd]]
[[f9.che]]
[[f9.chf]]
[[f9.chg]]
[[f9.chh]]
[[f9.chi]]
[[f9.chj]]
[[f9.chk]]
[[f9.chl]]
[[f9.chm]]
[[f9.chn]]
[[f9.cho]]
[[f9.chp]]
[[f9.chq]]
[[f9.chr]]
[[f9.chs]]
[[f9.cht]]
[[f9.chu]]
[[f9.chv]]
[[f9.chw]]
[[f9.chx]]
[[f9.chy]]
[[f9.chz]]
পোষ্ট টা অনেক কষ্ট করে লিখলাম । কেমন
হইছে কমেন্ট করে জানাবেন । কোনসমস্যা হলে যোগাযোগ করুন 

এবার, ফেইসবুক, থেকে, ছবি, ডিলিট, করার, পরও, দেখতে, পারবেন,



ফেইসবুক থেকেআপনি ছবি ডিলিট করলেও
তা ফেইসবুকের সার্ভারে ২.১/২ বছর
মানে ৩০
মাস
জমা থাকে । তবে কিভাবে ডিলিট
করার পর তাফেইসবুক
থেকে রিকোভার করবেন
তা জানার
বিষয় । এজন্য আপনাকে আগে থেকে ছোট
একটি কাজ করে নিতে হবে

>> প্রথমে ফেইসবুকের
ছবিটি তে ক্লিক করুন , 
>> ছবির উপর রাইট বাটন ক্লিক করেCopy
image URLএ ক্লিক করুন । 
>> এবং তা পেষ্ট করুন কোন নোট
পেডে অথবা ওয়ার্ডে বা অন্য কোথাও ।
এবং ঐ
URLটা সেইভ করে রাখুন আপনার নিজ
দায়িত্বে। এর পর ঐ ছবিটি ফেইসবুক
থেকে ডিলিট
করে দিলেও আপনার ব্রাউজারের Address
বারে গিয়ে আগের
কপি করা URLটি বসিয়ে ইন্টার
চাপলেই ছবিটি চলে আসবে। 

ফেসবুকে Temporary, lock. আইডি খুলুন'''খুব সহজে



ফেজবুকের
ব্যবহার্কারীদের বড়
সমস্যা হল কিছু দিন
পর পর id
temporary lock হয়ে যায়
যেটা ঠিক
করতে photo verification
করতে হয়। আজ তার
সমাধান দিব

১)
এখনি আপনি আপনার
কম্পিউটার
থেকে নিছের লিন্ক
থেকে আপনার
ফেজবুক Id এর
একটা কপি ডাউন্লোড
করুন
লিন্কঃ https:// www.
facebook.com/settings?
ref=mb

২) এবার আপনার Id
তে photo
verification চাইলে pc
দিয়ে ফাইল্টা open
করবেন

৩) ফাইল থেকে photos
of you এ
যাবেন এবং দেখবেন
২০+ করে 

৪)
আপনি ফেজবুকে Facebook
Id
করুন, এখন দেখবেন
ফাইলের একছবিছবির
সাথে মিলে গেছে।

৫) ফাইল
থেকে ছবিটা open
করলে যে tag
দিছে তার নাম
দেখতে পারবেন।

৬)
এভাবে করলে আপনি আপনার
Id
ফেরত পাবেন। 

এবার ফেসবুকে খুব সহজে আইডি ম্যানশন করুন

facebook এর চিত্র ফলাফল

যারা আইডি ম্যানশন করতে পারেন না পোস্টটা তাদের জন্য। প্রথমে ইউসি ব্রাউজার দিয়ে দেখাব।
যাকে ম্যানশান করবেন তার প্রোফাইলে যান। প্রোফাইল পিকচারের উপরে মাউস রেখে 1 ক্লিক করুন।এবার নিচে কপি ট্যাব এ গিয়ে RIGHT NAVIGATION বা OK চাপুন।এবার COPY link এ ক্লিক করুন।যে লিঙ্কটা পেয়েছেন তা অনেকটা এরকম
https://m.facebook.com/photo.php?fbid=1436600879955459&id=100008166816102&set=a.1432874766994737.1073741826.100008166816102&refid=17
খেয়াল করুন ID এর পর 100008166816102 যেটা আছে সেটা ইউজারের ম্যানশান আইডি। এবার যে জায়গায় ম্যানশান করবেন সে জায়গায় আইডি কোডটা এভাবে বসান @[10008166816102:] অথাত্‍ ম্যানশান কোডের আগে বসাবেন @[ এবং পরে বসাবেন :]।এবার কমেন্ট অথবা পোস্টে এরকম করে বসিয়ে মজা লুটুন।
এবার অপেরা মিনির জন্য প্রথমে প্রোফাইলে যান তারপর টাচ ইউজার হলে প্রোফাইল পিকচারের উপরে আঙ্গুল চেপে প্রোফাইল পিকচারকে ভর্তা বানান এবার OPEN IN NEW TAB অপশান এ ক্লিক করুন এবার ব্রাউজারের আরেকটি ট্যাবে গিয়ে দেখুন এড্রেস বারে এরকম লিঙ্কটা দেয়া আছে
https://m.facebook.com/photo.php?fbid=1436600879955459&id=100008166816102&set=a.1432874766994737.1073741826.100008166816102&refid=17
বাকি প্রসেসগুলো উপরের uc browser এর প্রসেস এর মতই।যারা ননটাচ ইউজার তাদের কিন্তু প্রোফাইল পিকচার ভর্তা করার সুযোগ নেই তারা মোবাইলের OK বাটনকে ভর্তা বানিয়ে OPEN IN NEW TAB এ যাবেন।উক্কে? না বুঝলে কমেন্ট করুন।
 

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক ঠেকানোর নতুন কিছু উপায়

facebook এর চিত্র ফলাফল

আপনি যদি নিয়মিত ফেসবুক ব্যবহার
করে থাকেন, তাহলে সাইটটির
‘ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক’
ব্যাপারটির সাথে নিশ্চয়ই
পরিচিত হবেন।

তবে একটু কৌশল
অবলম্বন করলেই ফেসবুকে ফ্রেন্ড
রিকোয়েস্ট ব্লকড
হওয়া এড়াতে পারেন। চলুন
দেখি সেরকমই কিছু উপায়।

১. ফেসবুকে আইডি দেখলেই
সেগুলো অ্যাড করা থেকে বিরত
থাকুন। আপনার সাথে কোনও
‘মিউচুয়াল ফ্রেন্ড’ নেই এমন লোকজন
বেশি বেশি অ্যাড করলে ব্যান
হওয়ার সম্ভাবনা প্রবল। আর আপনার
অ্যাড করা কেউ
যদি আপনাকে চেনেনা বলে
রিপোর্ট করেন তাহলেও
আপনি ব্যানড হতে পারেন।

২. অচেনা লোকজনকে ফ্রেন্ড
রিকোয়েস্ট পাঠাতে পারেন,
কিন্তু
একসাথে অনেকগুলো না পাঠিয়ে
কমপক্ষে এক দিন সময় নিন
যাতে পূর্বে সেন্ডকৃত
রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট
হতে পারে এবং পেডিং
রিকোয়েস্টের সংখ্যা কম থাকে।

৩. যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠিয়েছেন সেই তালিকায়
নিয়মিত চোখ রাখুন। যেসব
আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট
করতে বেশি সময় নিচ্ছে সেগুলোর
রিকোয়েস্ট ক্যানসেল করে দিন।
ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড
রিকোয়েস্টের
তালিকা দেখতে চাইলে আমাদের
এই পোস্টটিতে দেয়া নিয়ম অনুসরণ
করুন।

৪. ফেসবুকে মেসেজ পাঠানোর
ক্ষেত্রেও সাবধান হোন। আপনার
‘ফ্রেন্ড’ নয় এমন আইডিসমূহে খুব
বেশি পরিমাণ মেসেজ
পাঠালে সেগুলো স্প্যাম বলে গণ্য
হবে যার ফলস্বরূপ ফ্রেন্ড অ্যাড করার
প্রতি নিষেধাজ্ঞা দিতে পারে
ফেসবুক।

৫. ব্যান থাকা অবস্থায় ফ্রেন্ড অ্যাড
করার বৃথা চেষ্টা থেকে বিরত
থাকুন। উদাহরণস্বরূপ, আপনাকে যদি এক
সপ্তাহের জন্য ব্লক করা হয়, তাহলে ঐ
৭ দিন পরেই ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠানোর চেষ্টা করুন। কে জানে,
হয়ত এর মধ্যে ফেসবুকের উপর
দাদাগিরি করতে গেলে সাইটটির
প্রোগ্রাম মাইন্ড করেও
বসতে পারে! (অনেক সময়
মোবাইলে বা কোনও কোনও
অনলাইন সেবায় বারবার ভুল লগইনের
চেষ্টা করলে ব্যান পিরিয়ড বর্ধিত
হয়ে যায়)

৬. একবার ব্যানড হলে সকল
পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট
ক্যানসেল করাই বুদ্ধিমানের কাজ।
অবশ্য, পেন্ডিং লিস্টে পরিচিত
(যারা অ্যাকসেপ্ট করবে এমন
বিশ্বস্ত) কেউ
থাকলে তাদেরকে রেখে শুধুমাত্র
বাকীগুলোও ক্যানসেল
করে দিতে পারেন।

৭. অটোম্যাটিক ফ্রেন্ড
রিকোয়েস্ট সেন্ডিং বা এই
টাইপের স্ক্রিপ্ট ব্যবহার
থেকে বিরত হোন।

0
ফেসবুক প্রোফাইলের URL (fb.com/name) একাধিকবার বদলান খুব সহজেই ফেসবুক প্রোফাইলের URL (fb.com/name) একাধিকবার বদলান খুব সহজেই

কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চরম গরম একটা টিপস।  অনেকদিন ধরেই খুজছিলাম কিভাবে ফেসবুক প্রোফাইলের URL/ Username বদলানো যায়।...

0
ফেইসবুক ট্যাগ নিয়ে ভাবছেন ? ১০০% ট্যাগ বন্ধ করুন, মাএ ১মিনিটে। ফেইসবুক ট্যাগ নিয়ে ভাবছেন ? ১০০% ট্যাগ বন্ধ করুন, মাএ ১মিনিটে।

ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে যারা ট্যাগ করা ছাড়া থাকতে পারে না। তাদের এই ট্যাগের ফলে আপনার করা স্ট্যাটাস গুলো চাপা পড়ে যায়। এবার এই ট্যাগকে বন্...

0
ফেজবুকে ৫ বারের বেশী নাম পরিবর্তন করুন ফেজবুকে ৫ বারের বেশী নাম পরিবর্তন করুন

কে বলেছে ফেসবুকে ৫ বারের বেশি নাম পাল্টানো যায় না?? | খুব কাজের একটা টিপস আশা করি অনেকেই উপকৃত হবেন।অনেকজন আছেন যারা ফেসবুক এ নাম পাল্টানো...

0
ফেসবুক ফেইক অাইডির বিরুদ্ধে রিপোট করার সবচেয়ে সহজ উপায় ফেসবুক ফেইক অাইডির বিরুদ্ধে রিপোট করার সবচেয়ে সহজ উপায়

আসুন আজ জেনেনেই কিভাবে আপনি, আপনার নিজের নাম এবং নিজের ছবি দিয়ে তৈরি হউয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য রিপোর্ট করবেন। ১। প্রথমে ...

0
ফেসবুক এর ম্যাজিক কোড মনে রাখারসুএ। ২৬টা মনে থাকবে এক সুত্রে ।ভুলতে চাইলেও ভুলতে পারবেননা ফেসবুক এর ম্যাজিক কোড মনে রাখারসুএ। ২৬টা মনে থাকবে এক সুত্রে ।ভুলতে চাইলেও ভুলতে পারবেননা

অনেকেই ফেসবুকে ম্যাজিক কোড ইউস করেন কমেন্ট করার জন্য । কিন্তু আমি যেটা আজকে শেয়ার করব সেটা আপনি ম্যাসেজেও ব্যবহার করতে পারবেন । এটা মনে রা...

0
এবার, ফেইসবুক, থেকে, ছবি, ডিলিট, করার, পরও, দেখতে, পারবেন, এবার, ফেইসবুক, থেকে, ছবি, ডিলিট, করার, পরও, দেখতে, পারবেন,

ফেইসবুক থেকেআপনি ছবি ডিলিট করলেও তা ফেইসবুকের সার্ভারে ২.১/২ বছর মানে ৩০ মাস জমা থাকে । তবে কিভাবে ডিলিট করার পর তাফেইসবুক থেকে রিকোভার ক...

0
ফেসবুকে Temporary, lock. আইডি খুলুন'''খুব সহজে ফেসবুকে Temporary, lock. আইডি খুলুন'''খুব সহজে

ফেজবুকের ব্যবহার্কারীদের বড় সমস্যা হল কিছু দিন পর পর id temporary lock হয়ে যায় যেটা ঠিক করতে photo verification করতে হয়। আজ তার সমাধা...

0
এবার ফেসবুকে খুব সহজে আইডি ম্যানশন করুন এবার ফেসবুকে খুব সহজে আইডি ম্যানশন করুন

যারা আইডি ম্যানশন করতে পারেন না পোস্টটা তাদের জন্য। প্রথমে ইউসি ব্রাউজার দিয়ে দেখাব। যাকে ম্যানশান করবেন তার প্রোফাইলে যান। প্রোফাইল পিক...

0
ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক ঠেকানোর নতুন কিছু উপায় ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক ঠেকানোর নতুন কিছু উপায়

আপনি যদি নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে সাইটটির ‘ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক’ ব্যাপারটির সাথে নিশ্চয়ই পরিচিত হবেন। তবে একটু কৌশল অব...