Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Wednesday, 8 June 2016

 trafficmonsoon এর চিত্র ফলাফল

TRAFFICMONSOON এ কাজ করবেন যেভাবে…..
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি
আজ আমি যে সাইটটির কথা আলোচনা করব তা হলো Trafficmonsoon
এই সাইট থেকে আপনি যত খুশি ডলার আয় করতে পারেন।
ট্রাফিক মনসুন কি (What is Traffic Monsoon)?: ট্রাফিক মনসুন একটি পিটিসি + ট্রাফিক এক্সচেঞ্জ + রাজস্ব শেয়ারিং সাইট। এটি মুহূর্তে পরিশোধ করে থাকে।
trafficmonsoon এর চিত্র ফলাফল

বিস্তারিত কৌশল এবং কাজঃ ট্রাফিক মনসুন -এ উপার্জন করতে পারেন 3টি বিভিন্ন উপায়ে। (১). ক্লিক করে এবং ট্রাফিক এক্সচেঞ্জ থেকে। (২). রেভিনিউ শেয়ারিং। (৩). 100% রেফারেল কমিশন।
১। ক্লিক করে আয়ঃ যারা ট্রাফিক মনসুন -এ বিনামূল্যে কাজ করতে চান তাদের জন্য সবচেয়ে ভাল প্রদ্ধতি হল, প্রতিদিন ৫ থেকে ১০টি বিজ্ঞাপন লিঙ্ক ভিউ করুন। প্রতিটি বিজ্ঞাপনের মূল্য $ 0.01 থেকে $ 0.02, মোট 5-10 মিনিট সময় দিতে হবে আপনাকে, যা 20/25টি বিজ্ঞাপন লিঙ্ক এ ক্লিক করে প্রতিদিন $0.30পর্যন্ত উপার্জন করতে পারেন।
২। রেভিনিউ শেয়ারিংঃ এই প্রোগ্রামটির মাধ্যমে টাকা বিনিয়োগ করে ট্রাফিক মনসুন থেকে উপার্জন করতে হয়। তাই কাজ করার জন্য, আপনাকে $50 খরচ করে একটি “Adpack” কিনতে হবে। যা থেকে আপনি পাবেন 1,000 বিজ্ঞাপন ক্রেডিট প্লাস 20 নিশ্চিত ব্যানার ক্লিক। কিন্তু আমরা রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে ট্রাফিক মনসুন থেকে আয় করবো না।
৩। 100% রেফারেল কমিশনঃ আপনি আপনার রেফারেল এর ক্লিক থেকে 100% কমিশন পারেন। আগে বলেছি, বিনামূল্যে সদস্য হয়ে আপনি ট্রাফিক মনসুন এর বিজ্ঞাপন লিঙ্ক এ ক্লিক করে দৈনিক $0.10 পর্যন্ত উপার্জন করতে পারেন। এছাড়াও আপনি আপনার এক জন রেফারেলের বিজ্ঞাপন লিঙ্ক এর ক্লিক থেকে $0.10 পাবেন। সুতরাং, আপনার দৈনিক আয় হবে $0.20। শুধু তাই না, আপনি আপনার রেফারেলের সব কেনাকাটা থেকে 10% কমিশন উপার্জন করবেন। উদাহরণস্বরূপ, আপনার এক রেফারেল $50 Adpack কিনলো আর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট এ $5 যোগ হবে, তার মানে তার Adpack কিনা থেকেও আপনি 10% কমিশন উপার্জন করবেন।
আর রেফারেলের মাধ্যমে আপনি ট্রাফিক মনসুন থেকে আপনার উপার্জন বৃদ্ধি করতে পারেন এবং ভাল পরিমাণ উপার্জন করতে পারেন।
পেমেন্ট সিস্টেমঃ Paypal, Payza ও SolidTrustPay এর মাধমে পেমেন্ট দিয়ে থাকে এবং সাথে সাথেই পেমেন্ট পেয়ে থাকবেন। TRAFFICMONSOON থেকে আয় করতে চাইলে আমার রেফারেল লিংক ক্লিক করে জয়েন করুন।
আজ আমি এখানে ধারাবায়িক ভাবে কাজ করার নিয়মটা বলে দেব এই নিয়মে কাজ করলে আপনি প্রথম দিন থেকেই ভাল আয় করতে পারবেন।
এই সাইটে কাজ করতে আপনার যা যা প্রয়োজন হবেঃ
একটি কম্পিউটার অথবা লেপটপ।
ইন্টারনেট কানেকশন।
একটি ইমেইল একাউন্ট।
পেইজা অথবা পেপালের একটি একাউন্ট।
এবার কাজ শুরু করা যাকঃ
1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ
প্রথমে আপনাকে সাইটটিতে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে নিচের Register Here এ ক্লিক করুন।

এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে Register options এ যাবেন।


এবার নিচের screen shoot এর মত আসবে। এখানে আমার নাম লেখা থাকবে Rs Fahim। লাল বৃত্ত দেখেন।

মানে আপনি আমার Rr a register করবেন। আপনি বলতে পারেন আমার rr register করে আপনার লাভ?

লাভ এটাই আপনার কোনো help. লাগলে আমি আপনাকে সাহায্য করবো। এছাড়াও income কিভাবে  বারাতে হয় এর trick দিব। 


Trick এর মাধ্যমে আপনি daily 2$ income করতে পারবেন।

যারা আমার Referel এ account খুলেছ। তারা আমাকে Facebook a msg দিও। trick দিব।


এবার register এর কাজ করেন :-


First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)

Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন) 

Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে)

Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)

Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না এবং ইউজার নেইম হবে উনিক)

Setup a Withdraw Code: or Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার কাশ-আউট করার সময় এই পিন দিতে হবে)

Define Password (Letters and Numbers): or Retype Password: ( এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন। )

Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিডট্রাস্টপে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। যদি শুধু পেইজা একাউন্ট থাকে তাহলে পেইজা এর ইমেইল দিন।

এবার “I understand and fully agree to TrafficMonsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable” মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন। [এবার আপনি একটি সমস্যা দেখতে পারেন যে, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়েগিয়েছে। এখন আপনি কি করবেন। আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিকানেক্ট করে আবার কানেক্ট করুন।

এবার procced a click  করুন। একটা error page আসতে পারে। মানে account create হয়ে গেছে।

এবার আপনার একাউন্ট ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। Trafficmonsoon থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্টের একটি এক্টীভিশণ লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে “Active!” এ ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করুন। “Active” এ ক্লিক করার পর অটোমেটিক আপনার একাউন্টে লগিন হবে। যদি Back to Dashboard লেখা থাকে তাহলে এটিতে ক্লিক করুন। এবার “Edit Profile”-এগিয়ে আপনার Profile কম্পিলিট করুন। এবার লগ আউট করে আবার লগিং করুন। দেখবেন আপনার একাউন্টে নিয়মিত এডগুলা চলে এসেছে। সবগুলো দেখুন আর আপনার রেফারেল লিংটি সংগ্রহ করুন।



সব এড সময় মতো দেখাঃ একাউন্ট তৈরি করার পর আপনার কাজ হল প্রতিদিন নিয়মিত এডগুলো দেখা।  এড দেখতে দিনে ২-৩ বার  প্রতি ৩-৪ঘণ্টা পর পর account এ একাউন্টে লগিং করুন। [একাউন্টে লগিং করার সময়ও IP সমস্যা হবে। সমস্যা হলে  মডেম ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে লগিং করুন।] লগিং করে কিছু এড পাবেন এড ভেলু 0.01 ও 0.02 হয় প্রতিদিন এই সাইট তিনবার এড দেয় তিনবারে ১০-২০ টি এড দেয়। প্রতিদিন নিয়মিত এডগুলো দেখুন। প্রতিদিন রাত ১২টার পর;  দুপুর 12 টার পর  এড দেয় তারপর সকাল ৫টার পর আবার এড দেয় আবার বিকালেও কিছু কিছু এড দেয় তবে প্রতিদিন দেয় না। ads দেখার ধাপ সমুহ… account এ login করে নিচে গেলে নিচের picture এর মত দেখতে পাবেন cash link options এখানে click করেন। 



। তবে রেজিস্টার করার সাথে সাথে এতো add নাও পেতে পারেন, তবে ২-৩ ঘন্টা পর পেয়ে যাবেন। তখন claim button click করে নিচের ধাপ সমুহ অনুসরন করুন… claim button এ click করলে নিচের picture এর মত আসবে…



কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের মত আসবে। তখন captcha টা box এ সংখ্যা লিখে “credit click” button এ click করুন।



এখন “back to account” button এ click করে এভাবে সব ad গুলো 3-4 ঘণ্টা পর পর দিনে 4-5 বার account এ log in করে  দেখুন।



3. রেফারেল বানানোঃ এই সাইটের সবচেয়ে ভাল দিক হচ্ছে ১০০% রেফারেল কমিশন। আপনি যেভাবে ১০-২০ সেন্ট প্র্রতিদিন পাবেন টিক একই ভাবে আপনার রেফারেল যদি নিয়মিত কাজ করে তাহলে আপনার রেফারেল থেকে আপনি আরও ১০-২০ পাবেন প্রতিদিন। তাহলে আপনার যদি ১ জন রেফারেল থাকে তাহলে আপনি প্রতিদিন আয় করতে পারবেন ১০ + ১০ = ২০ সেন্ট। এখন আপনি যত বেশি রেফারেল করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন এখন আপনি যদি প্রথম দিনই ২০ জন রেফারের বানাতে পারেন তাহলে আপনার প্রতিদিন আয় হবে, যদি ১০ সেন্টের এড দেয় তাহলে, ১০ × ২০ = ২ ডলার + আপনার আয় ১০ সেন্ট মোট ২ডলার ১০ সেন্ট এখন আপনি এইভাবে যত বেশি রেফারেল করতে পারবেন আপনার আয় তত বেশি হবে।

 4. ১০টি surf এড নিয়মিত দেখাঃ আপনি যখন রেফারেল বানাবেন যদি আপনি এই এডগুলো না দেখেন তাহলে আপনার একাউন্টে আপনার রেফারেলের আয় আসবে না। লগিং করার পর সামান্য নিচে “Start Surfing” বাটনে ক্লিক একটি এড দেখে “Next“-এ ক্লিক করলে আরও একটি এড অপেন হবে এভাব মোট ১০টি এড দেখে “Back to Account” বাটনে ক্লিক করে আপনার একাউন্টে চলে আসুন এখন দেখতে পাবেন  “Start Surfing” এরনিচে একটি টাইম শুরু হয়েছে ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার মধ্যে আপনার যত রেফারেল যতটি ক্লিক করবে আপনি সবক্লিকের ১০০% কমিশন পাবেন। তাই এই ১০টি এড দেখা খুব প্রয়োজন


কতটা earn হবে এই সাইট থেকে। এখানে আপনি 0.15 এর এড প্রতিদিন sure পাবেন। আপনার ১ টা রেফারেল থাকলে পাবেন সেই পরিমান কমিসন। মানে আপনার এক দিনের আয় হল ০.৩$. এখন ভাবুন ১০ তা রেফারেল হলে কি হবে, ১০x০.15=1.5$। শুরু করার ক্ষেত্রে ভাল আয়। মাসে আয় হচ্ছে ৩০x১.৫=৪৫ আর কি চায়। আয় বারাতে শুধূ রেফারেল বারান,ব্যাসসসসস। ছাত্রদের জন্য এটি খুব ভাল উপায়, কেননা এতে বেশি সময় লাগে না আর যা টাকা পায় তাই জমা করতে পারে।

স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় করার উপায় ।

ব্যাটারি লাইফের অপ্রতুলতা সব স্মার্টফোন ইউজারদের কাছেই বড় একটি সমস্যা। প্রত্যেক বছর অত্যাধুনিক সব ব্যাটারি স্মার্টফোন জগতে প্রবেশ করলেও কিছু চার্জ খাওয়া অ্যাপ এবং অন্যান্য কারণে ব্যাটারি লাইফ নিয়ে ভালোই বিবৃত হন স্মার্টফোন ইউজাররা। তবে কিছু সাধারণ কৌশল, অ্যাপ এবং প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের ব্যাটারি লাইফ ধরে রাখা সম্ভব। এখানে ব্যাটারি লাইফ ধরে রাখার টিপস প্রদান করা হলো অন্ধকারে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা আপনি যদি এএমওএলইডি স্ক্রিনযুক্ত স্মার্টফোন ব্যবহার করে থাকেন এবং ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডে কালো বা অন্ধকারে ওয়ালপেপার সেট করেন তবে এটি ব্যাটারি সাশ্রয় করে। আপনার স্ক্রিনে যত বেশি কালো পিক্সেল থাকবে আপনার ফোনে ব্যাটারি তত কম খরচ হবে। লো পাওয়ার মোড সক্রিয় করা আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ৫.০ অথবা এর পরবর্তী কোনো সংস্করণে চলে তবে এটিতে লো পাওয়ার মোড দেখে থাকবেন আপনি। আপনার স্মার্টফোনের ব্যাটারি ১৫ শতাংশের নিচে নেমে এলেই স্বয়িংক্রিয়ভাবে এই লো পাওয়ার মোড সক্রিয় হয়। তাছাড়া অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোতে ডজ নামে একটি ফিচার আছে। স্মার্টফোন অনেকক্ষণ ধরে অব্যবহƒত অবস্থায় পড়ে থাকলে এই ফিচারটি ফোনকে হাইবারনেশন মোডে রূপান্তর করে। লক স্ক্রিন নোটিফিকেশনস চালু করা লক স্ক্রিন নোটিফিকেশনস চালু করে স্মার্টফোনের ব্যাটারি লাইফ সাশ্রয় করা সম্ভব। ফোন আনলক না করেই এই ফিচারটির মাধ্যমে নোটিফিকেশন পড়তে পারবেন আপনি। প্রয়োজন ছাড়া লোকেশন ট্রাকিং অন অ্যাপ বন্ধ করে রাখা আপনার স্মার্টফোনে এমন অনেক অ্যাপই আছে যা প্রতিনিয়ত আপনার লোকেশন ট্রাক করছে। তবে অনেক অ্যাপেই এ তথ্য আদতে কাজে লাগে না। তাই ব্যাটারি লাইফ সাশ্রয় করার জন্য প্রয়োজনানুযায়ী লোকেশন ট্রাক নিষ্ক্রিয় করে রাখতে পারেন আপনি। জিপিএস ট্রাকিং আপনার স্মার্টফোনের প্রচুর ব্যাটারি খরচ করে থাকে। ওয়াই-ফাই কানেকশনে অ্যাপ আপডেট করার জন্য সময় ধার্য করা স্মার্টফোনের ব্যাটারি লাইফ সাশ্রয় করতে চাইলে সবসময় ওয়াই-ফাই কানেকশনে অ্যাপ আপডেট বা সময় ধার্য্য করে দিন। এর ফলে ওয়াই-ফাই অ্যাপ আপডেট হওয়ার সময় আপনার ফোনে শক্তি সাশ্রয় হবে। ‘ডু নট ডিস্টার্ব’ এবং ‘এয়ারপ্লেন মোড’ ব্যবহার করা আপনি যখনই আপনার ফোন ফ্লাইট/ এয়ারপ্লেন মোডে রাখবেন এটি সব ধরনের তারবিহীন ফিচার নিস্ক্রিয় করে দেবে। সেলুলার এবং ওয়াই-ফাই কানেকশন দুর্বল থাকা অঞ্চলগুলোতে এই ফিচারটি সক্রিয় করে ফোনের ব্যাটারি লাইফ সাশ্রয় করতে পারেন আপনি। স্মার্টফোনের নিজস্ব ব্যাটারির ওপর নির্ভর থাকা স্মার্টফোনে ভালো ব্যাটারি লাইফের জন্য নিজস্ব ব্যাটারি ছেড়ে অন্য কোনো ব্যাটারি ব্যবহার করা থেকে বিরত থাকুন। তাতে লাভের থেকে ক্ষতিই হয়। আপনি হয়তো টাকা দিয়ে সেকেন্ড রেট ব্যাটারি কিনবেন তবে মনে রাখবেন তাতে আপনি খুব বেশি লাভবান হবেন না। ভাইব্রেশন এবং হ্যাপ্টিক ফিডব্যাক নিষ্ক্রিয় করে রাখা একই সঙ্গে রিঙ্গার এবং ভাইব্রেশন সক্রিয় স্মার্টফোনগুলোতে ব্যাটারি বেশি খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে ব্যাটারি সাশ্রয় করতে ভাইব্রেশন বন্ধ করে রাখতে চাইবেন আপনি। তাছাড়া হ্যাপ্টিক ফিডব্যাক বন্ধ করার মাধ্যমেও ব্যাটারি সাশ্রয় করতে পারেন আপনি। সংক্ষিপ্ত টাইম আউট সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনই ডিসপ্লে টাইম আউটের সময় কাস্টমাইজ করার সুযোগ দেয়। সেক্ষেত্রে ফোনের ব্যাটারি সাশ্রয় করতে টাইম আউট ৩০ সেকেন্ডে নামিয়ে আনতে পারেন আপনি।- Largest ICT Content in BD

Write a new Topic com অচেনা নাম্বার থেকে হুমকি দাতার ঠিকানা জানুন এই অসাম ১ টি এন্ড্রয়েড এপস দিয়ে!!!

মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়। তবে এবার আপনার ফোনের ডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোন নম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন। এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে। True caller :
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে। নিচ থেকে ডাউনলোড করে নিন Download from here তারপর এপসটি ওপেন করেন না বুঝলে নিচের স্ক্রিনশট লক্ষ্য করেন। Ictwap24.Com - Largest ICT Content in BD Download তারপর search বাটনে ক্লিক করে নিচের পিকের মত যে কোন নাম্বার লিখে search দিন। Ictwap24.Com - Largest ICT Content in BD Download দেখুন এবার আপনি নিচের পিকের মত আপনার search দেয়া নাম্বারের লোকেশন এবং জিমেইল দেখতে পারবেন। Ictwap24.Com - Largest ICT Content in BD Download এভাবে আপনি যে কারও লোকেশন ট্রেক করে দেখতে পারবেন।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।

0

  TRAFFICMONSOON এ কাজ করবেন যেভাবে….. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি আজ আমি যে সাইটটির কথা আলোচনা করব তা হলো Traffi...

0
 স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় করার উপায় । স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় করার উপায় ।

ব্যাটারি লাইফের অপ্রতুলতা সব স্মার্টফোন ইউজারদের কাছেই বড় একটি সমস্যা। প্রত্যেক বছর অত্যাধুনিক সব ব্যাটারি স্মার্টফোন...

0
 Write a new Topic com অচেনা নাম্বার থেকে হুমকি দাতার ঠিকানা জানুন এই অসাম ১ টি এন্ড্রয়েড এপস দিয়ে!!! Write a new Topic com অচেনা নাম্বার থেকে হুমকি দাতার ঠিকানা জানুন এই অসাম ১ টি এন্ড্রয়েড এপস দিয়ে!!!

মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়। তবে এবার আপনার ফোনের ...